Sunday, September 6, 2009

রামাদানের আহবান-১৪

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

সিয়ামে দম্পতির সম্পর্ক


أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمْ ۚ هُنَّ لِبَاسٌۭ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌۭ لَّهُنَّ ۗ

আল্লাহ বলেন,

রমযানের সময় রাতে স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের (পুরুষদের) জন্য হালাল (বৈধ) করে দেয়া হয়েছে. তারা তোমাদের পোষাক এবং তোমরা তাদের পোষাক.

(আল কোরআন; সুরা বাকারা আয়াত নং-১৮৭)


আয়েশা (রা.) ( রাসুলুল্লাহ (সা.) স্ত্রী ) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ(সা.) সাওমের অবস্থায় (স্ত্রীদের) চুমু খেতেন এবং গাঁয়ে গাঁ লাগাতেন; তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চাইতে অধিক সক্ষম ছিলেন

আয়েশা (রা.) ( রাসুলুল্লাহ (সা.) স্ত্রী ) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ(সা.) সাওমের অবস্থায় তার কোন কোন স্ত্রীকে চুমু খেতেন; (এ কথা বলে) আয়েশা (রা.) হেসে দিলেন

সহীহ বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ- ৩১ হাদীস নং-১৫০ ও ১৫১

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth