Tuesday, May 11, 2010

পিতা-মাতার সাথে সদ্ব্যবহার


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার

আল্লাহ বলেন
তোমার প্রভূ নির্দেশ দিচ্ছেন,তোমরা কেবলমাত্র আল্লাহরই ইবাদাত করবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে. তোমাদের কাছে যদি তাদের কোন একজন বা উভয়ে বৃদ্ধাবস্থায় থাকে তবে তোমরা তাদেরকে "উহ" পর্যন্ত বলবে না,তাদের সাথে দুর্ব্যবহার করবে না. বরং তাদের সাথে বিশেষ মর্যাদার সাথে কথা বলবে. বিনয় ও নম্রতার সাথে থাকবে এবং এ দোয়া করতে থাকবেঃ হে প্রভূ ! তাদের প্রতি রহম করুন,যেমন তারা বাল্যকালে আমাকে লালন-পালন করেছেন।

সুরা বনী ঈসরাইলঃ২৩-২৪
   


be Organized by Holy Islam O.H.I For More Visit: