Saturday, June 27, 2009

উপার্জনের সঠিক দৃষ্টিভংগী

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

উপার্জনের সঠিক দৃষ্টিভংগী


একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করলেন; সাহাবারা তাকে জীবিকা উপার্জনে খুবই তৎপর ও আকৃষ্ট দেখে রাসুল(সা) কে বললেন, যদি এ ব্যক্তির দৌড় ও অনুরাগ আল্লাহর রাস্তায় হত তবে কতই না উত্তম হত;

এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন- যদি এ ব্যক্তি নিজের উপার্জনে অক্ষম ছোট ছোট সন্তানের জন্য এ দৌড়ঝাপ করে থাকে তবে এ কাজ আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে;

যদি সে বৃদ্ধ মাতা-পিতাকে প্রতিপালনের জন্যে সচেষ্ট থাকে, তবে তাও আল্লাহর পথে বলে গণ্য হবে;

আর যদি সে নিজের জন্য এ চেষ্টা করে এবং তাতে তার উদ্দেশ্য থাকে কারো কাছে হাত প্রসারিত না করা তবেও এ কাজ আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে;

অবশ্য যদি তার এ পরিশ্রম অধিক ধন-সম্পদ অর্জন করে মানুষের উপর নিজের বড়াই করা ও বড়াই দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, তবে এ পরিশ্রম শয়তানের রাস্তা বলে গণ্য হবে।

[তাবরানী]

(কা’ব ইবনে উজরা(রা.)থেকে বর্ণিত; যাদে রাহ হাদীস নং-৮৮)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth