Monday, July 5, 2010

আল্লাহর ধৈর্য্য ও সহিষ্ণুতা

 
  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর ধৈর্য্য ও সহিষ্ণুতা

আবু মুসা আশয়ারী (রা) বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কষ্টদায়ক কোন কথা শুনে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা আল্লাহর চেয়ে বেশী আর কারো নেই। লোকেরা তাঁর সন্তান আছে বলে দাবি করেন। এরপরও তিনি মানুষের উপর কোন প্রতিশোধ গ্রহণ করেন না, বরং তাদেরকে ক্ষমা করে দেন। তাদেরকে দান করেন রিযক।      
[মুত্তাফাকুন আলাইহি, বুখারী ৭৩৭৮ মিশকাতুল মাসাবীহ হাদীস নং ২৩]


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: