Friday, September 3, 2010

লাইলাতুল কদরের লক্ষণ


السلام عليكم
রামাদান নির্দেশিকা
লাইলাতুল কদরের লক্ষণ

লাইলাতুল কদর উজ্জল রাত্রি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, এই রাত্রিতে উল্কাপাত হয় না।
ইবনে আব্বাস (রা·) থেকে নবীর (সা) বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে সহীহ ইবনে খুযায়মা, মুসনাদে তায়ালিসী গ্রন্থে । আলবানীর মতে সহীহ।

লাইলাতুল কদর শান্তিôময় রাত্রি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, এর দিবসে সূর্য লাল ও দুর্বল অবস্থায় উদিত হয়।
তাবারানী ও অন্যান্য। আলবানীর মতে হাসান।

ঐদিন সূর্য রশ্মিবিহীন অবস্থায় উঠবে।
মুসলিম(৭৬২) ও অন্যান্য । এই ভাষ্য বায়হাকীর।


be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ