Wednesday, April 27, 2011

জান্নাত ও জাহান্নাম অবধারিত


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জান্নাত ও জাহান্নাম অবধারিত

জাবির (রা:) থেকে বর্নিত,

তিনি বলেনরাসুলুল্লাহ (সা:) বলেছেন:

দুটি কথা (জান্নাত ও জাহান্নাম) অপরিহার্য করে। একজন সাহাবী আবেদন করলেন, হে আল্লাহর রসূল! এ দুটি কথা কী? (উত্তরে) তিনি বললেন, প্রথম কথা হল, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শারীক করা অবস্থায় মারা গেল সে জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শারীক না করা অবস্থায় মৃত্যূবরণ করল সে জান্নাতে প্রবেশ করবে।

(মুসলিম ৯২-৯৩ মিসকাতুল মাসাবীহ হাদীস ৩৮)

be Organized by Holy Islam O.H.I For More Visit: