Friday, December 11, 2009

মানুষ এক জাতি ছিল


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মানুষ এক জাতি ছিল

كَانَ ٱلنَّاسُ أُمَّةًۭ وَحِدَةًۭ فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّۦنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَطٍۢ مُّسْتَقِيمٍ
আল্লাহ বলেন-
মানুষ এক উম্মাহ ছিল; (তাদের মাঝে মতবিরোধ শুরু হয়) তারপর আল্লাহ সুসংবাদ দাতা ও সতর্ককারীরুপে নবীগণকে প্রেরণ করলেন এবং লোকেরা যেসব বিষয়ে মতপার্থক্য ও মতবিরোধে লিপ্ত হয়েছিল সেসব বিষয়ে সমাধান দেয়ার লক্ষ্যে তিনি তাদের সাথে সত্যতা সহকারে গ্রন্থ অবতীর্ণ করলেন; কিন্তু ঐ লোকেরা ছাড়া কেউ অনৈক্য সৃষ্টি করেনি যাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল, তারা সুষ্পষ্ট প থ নির্দেশ লাভ করার পর ও কেবল মাত্র পরস্পরের ওপর বাড়াবাড়ি করতে যাচ্ছিল বলেই সত্য পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে; কাজেই যারা নবীদের ওপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন, যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল; আল্লাহ যাকে চান সঠিক পথ দেখিয়ে দেন।

আল কুরআন সুরা বাকারা-২১৩

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: