Saturday, November 28, 2009

ঈদ মোবারক


   السلام عليكم
ঈদ মোবারক

আল্লাহ বলেন,
আর যখন (কুরবানীর পরে) তাদের (পশুর) পিঠ মাটির সাথে লেগে যায় (প্রাণবায়ু পুরোপুরি বের হয়ে যায়) তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করেএ পশুগুলোকে আমি এভাবেই তোমাদের জন্য বশীভূত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর.
সুরা হাজ্জ-৩৬;
এবং তাদেরকে আদমের দু'পুত্রের কাহিনী ঠিকমত শুনিয়ে দাওযখন তারা দু'জনে কুরবানী করলএকজনের কুরবানী কবুল হলঅপরজনের হল না.
এবং আমি প্রত্যেক উন্মাতের জন্যে কুরবানীর এক রীতি-পদ্ধতি নির্ধারণ করে দিয়েছিযেন তারা ঐসব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যেসব আল্লাহ তাদেরকে দান করেছেন
যখন সে (ইসমাঈল) তার সাথে চলাফেরার বয়সে পৌছলো তখন একদিন ইব্রাহীম তাকে বললপ্রিয়! আমি স্বপ্নে দেখেছি যেতোমাকে যেন যবেহ করছিবল দেখি করা যায়?
পুত্র (বিনা দ্বিধায়) বললআব্বা! আপনাকে যে আদেশ করা হয়েছে তা শীঘ্র করে ফেলুনইনশাল্লাহ আপনি আমাকে অবিচল দেখতে পাবেন;
অবশেষে যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর কাছে নিজেদেরকে সর্পদ করলেন এবং ইব্রাহীম পুত্রকে উপুর করে শুইয়ে দিলেন (যবেহ করার জন্যে)তখন আমি(আল্লাহসন্মোধন করে বললামইব্রাহীম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ;
আমি সৎকর্মশীলদের এরুপ প্রতিদানই দিয়ে থাকিবস্তুত এ এক সুষ্পষ্ট অগ্নি পরীক্ষা; 
আর আমরা বিরাট কুরবানী ফিদিয়া স্বরুপ দিয়ে তাকে (ইসমাঈলকে) উদ্ধার করেছি;
আর আমরা ভবিষ্যতের উন্মতের মধ্যে (ইব্রাহীমের) এ সুন্নাত স্মরণীয় করে রাখলাম; 
শান্তি ইব্রাহীমের উপরএভাবে জীবনদানকারীদেরকে আমরা এ ধরণের প্রতিদানই দিয়ে থাকিনিশ্চিতরুপে সে আমাদের মু'মিন বান্দাদের মধ্যে শামিল
ان رسول الله صلى الله عليه وسلم امره ان يقسم بدنه كلها لحومها وجلودها وجلافها للمساكين.
আলী ইবনে তালিব (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) তাকে তার কুরবানীর উটের গোশত, চামড়া ও খুর সবকিছু গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার নির্দেশ দেন
ইবনে মাজাহ হাদীস-৩১৫৭

জরুরী বিষয়- 
আজ ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব
الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই



For Details click below:

be Organized by Holy Islam
O.H.I
For More Visit: