Wednesday, October 28, 2009

জনগণ যেমন হবে শাসকও তেমন হবে



السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জনগণ যেমন হবে শাসকও তেমন হবে





ইউনুস ইবনে আবি ইবসহাক (রা) তার পিতার সূত্রে বর্ণিত, 
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ













[বায়হাকীর শুআবুল ঈমান]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ৩৮৭]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্মানিত শিক্ষক হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন আহমেদকে পরিবারসহ গৃহবন্দী করে রাখার তীব্র প্রতিবাদ জানাই; তাকে মুক্ত করার আবেদন জানাই; বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন 
হিযবুত তাহরীরে কার্যক্রমের সাথে হয়তো আমাদের আপত্তি থাকতে পারে; কিন্তু সরকারকে মনে রাখতে হবে তারা যে পদ্ধতিতে সরকার পরিচালনা করেন তাতে মতামত প্রদানের সম্পূর্ণ স্বাধীনতা ও মানবাধিকার নামে দুটি বিষয় রয়েছে; প্রগতিবাদের ধ্বজ্জাধারীরা প্রায়শই এ বিষয় দুটিকে মৌলিক অধিকার বলে স্বীকৃতি দেয় অথচ শুধুমাত্র জননিরাপত্তার প্রশ্ন তুলে ইসলামের এ সংঘবদ্ধ প্রচেষ্টাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ; আবারও এহেন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই
মানবতাকে ইসলামের আলোকে সংঘবদ্ধ করার হিযবুত তাহরীরের প্রচেষ্টাকে শ্রদ্ধা জানাই
শ্রদ্ধার সাথে স্মরণ করি হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা তাকিউদ্দিন আল নাবানীকে যার উদ্যোগে হিযবুত তাহরীরের কার্যক্রমের শুরু; এখানে উল্লেখ্য তার লিখিত  “Thought” & “System of Islam”   এ দুটি পুস্তক শুধুমাত্র মুসলিমদেরকেই নয় চিন্তাশীল বিজ্ঞানীদের মধ্যেও প্রভাব ফেলেছে; তার চিন্তার সংজ্ঞাকে আমরা আধুনিক কম্পিউটার বিজ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং ইনফরমেসন প্রসেসিংয়ে ব্যবহৃত হতে দেখি। Addison-Wesley লেখা "Conceptual Structures: Information Processing in Mind and Machine (Systems Programming Series)" তাকিউদ্দিন আল নাবানীর চিন্তার প্রতিফলন দেখা যায়*
স্রামাজ্যবাদীদের কুপরামর্শ ও ইসলাম ফবিয়ায় না ভুগে সরকারকে আল্লাহর উপর ভরসা করার অনুরোধ করি; আমাদের মনে রাখা দরকার নৈতিক অবক্ষয়ে ক্ষতিগ্রস্থ এ জাতিকে ইসলামী মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠীই শুধুমাত্র জাতিকে উপকৃত করতে পারে.
*বিস্তারিত পড়ুনঃ http://en.wikipedia.org/wiki/Taqiuddin_al-Nabhani