Wednesday, May 25, 2011

অধীনস্তদের প্রতি দায়িত্বশীলের আচরণ


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

অধীনস্তদের প্রতি দায়িত্বশীলের আচরণ


হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
আল্লাহ বলেছেন,
কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আমার ঝগড়া হবে
·       (১) ঐ ব্যক্তিযে আমার নামে চুক্তি করে তা ভঙ্গ করেছে
·       (২) সেই ব্যক্তিযে কোন মুক্ত মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে;
·       (৩) সেই ব্যক্তিযে মজুরের দ্বারা কাজ পুরোপুরি করিয়ে নিয়েছে কিন্তু কোন পারিশ্রমিক দেয় নি.
(বুখারী)

হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
তোমাদের অধীনস্তরা প্রকৃতপক্ষে তোমাদের ভাই. তাদেরকে আল্লাহ তায়ালা তোমাদের অধীনস্ত করেছেন;
সুতরাং আল্লাহ যার ভাইকে তার অধীন করে দিয়েছেন সে তার ভাইকে যেন তাই খাওয়ায় যা সে নিজে খায়,
তাকে পরিধান করায় যা সে নিজে পরিধান করে. আর তার সাধ্যের বাইরে কোন কাজ যেন তার উপর না চাপায়.
একান্ত যদি চাপান হয়তবে তা সমাধান করার ব্যাপারে তাকে সাহায্য করা উচিত.
(বুখারীমুসলিম)

হযরত আলী (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন রাসুলুল্লাহ (সা) এর সর্বশেষ বাণী ছিলো,
·       (১) সালাত,
·       (২) যারা তোমাদের অধীন তাদের ব্যাপারে আল্লাহ কে ভয় করো.
(আল আদাবুল মুফরাদ)

রাসুলুল্লাহ (সা) বলেন,
তোমাদের কোন অধীনস্ত যদি তোমাদের জন্য খাদ্য প্রস্তুত করে নিয়ে আসে তখন তাকে হাতে ধরে নিজের সঙ্গে খেতে বসাও,
সে যদি বসতে অস্বীকার করে তবু দুই এক মুঠি খাদ্য অন্ততঃ তাকে অবশ্যই খেতে দিবেকারণ সে আগুনের উত্তাপ ও ধুম্র এবংখাদ্য প্রস্তুত করার কষ্ট সহ্য করেছে।
(তিরমিযী)


হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
কেউ তার অধীনস্তকে অন্যায়ভাবে দোররা মারলেও কিয়ামতের দিন তার থেকে বদলা নেয়া হবে।

[তাবরানী] হাদীসে রাসূল ২৫৭

 

হযরত আবু বকর (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
অধীনস্তদের প্রতি অন্যায় ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না

[ইবনে মাযাহ] হাদীসে রাসূল ২৫৬

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
কোন ব্যক্তির গোনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যার রিজিকের দায়িত্বশীল তার রিজিক নষ্ট করে।

[আবু দাঊদ] হাদীসে রাসূল ২৫৮


বিস্তারিত পড়ুনঃ


মাওলানা আবদুর রহীম
শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন
মাওলানা সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী



be Organized by Holy Islam 

O.H.I For More Visit: