Friday, July 23, 2010

যে ঈমানের মিষ্টতার স্বাদ আস্বাদন করে


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
যে ঈমানের মিষ্টতার স্বাদ আস্বাদন করে


আনাস (রা) থেকে বর্ণিত,নবী করিম (সা) বলেছেনঃ
তিনটি বিষয় যার মধ্যে আছে,সে ঈমানের মিষ্টতার স্বাদ আস্বাদন করে।

(১) তার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয়তর হওয়া
(২) কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালবাসা
(৩) আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপ্রিয় জানার ন্যায় কুফরীতে প্রত্যাবর্তনকেও অপ্রিয় মনে  করা

[সহী্হ বুখারী:১৫]


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: