Monday, September 27, 2010

প্রতি মাসে তিনদিন সাওম পালন (আইয়ামে বিদ)


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
প্রতি মাসে তিনদিন সাওম পালন (আইয়ামে বিদ)

রাসূল (সা) বলেছেনঃ
“হে আবু যার! যদি তুমি মাসের তিনদিন সাওম পালন কর তবে ১৩, ১৪ ও ১৫ তারিখ সাওম পালন কর।”

আহমদ, তিরমিযী। আলবানীর মতে হাসান সহীহ।


be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Wednesday, September 22, 2010

শাওয়ালের ৬টি সিয়াম


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শাওয়ালের ৬টি সিয়াম

রাসূল (সা) বলেছেনঃ
“যে রামাদানের সাওম পালন করে শাওয়ালের ছয়টি দিয়ে তার অনুসরণ করল, তা সারা বছর সাওমের মত হল।”
মুসলিম(১১৬৪)

be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Friday, September 17, 2010

সর্বোত্তম নফল সিয়াম



السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সর্বোত্তম নফল সিয়াম


রাসূল (সা) আব্দুল্লাহ বিন আমর বিন আল-আসকে (রা·বললেনঃ
প্রতি মাসে তিনদিন সাওম পালন কর কেননা সওয়াব দশগুণ হিসেবেআর তা আজীবন সাওম পালনের মত। আমি বললামঃ আমি এর চেয়েও বেশী করতে সক্ষম। তিনি (সা) বললেনঃ তবে একদিন সাওম পালন কর আর দুদিন বিরত থাক। আমি বললামঃ আমি এর চেয়ে বেশী করতে সক্ষম। তিনি বললেনঃ তবে একদিন সাওম পালন কর আর একদিন বিরত থাককেননা তা দাউদের (আ·সিয়ামআর তা [নফল] সিয়ামের মধ্যে সর্বোত্তম। আমি বললামঃ আমি এর চেয়েও বেশী করতে সক্ষমঅতঃপর নবী (সা) বললেনঃ এর চেয়ে আর উত্তম নেই।
বুখারী(১৯৭৬)মুসলিম(১১৫৯)

be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Thursday, September 16, 2010

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সালাত ও সিয়াম


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সালাত ও সিয়াম


আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস (রানবী (সা) থেকে বর্ণনা করেনযে তিনি (সা) বলেনঃ
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সালাত হল দাউদের (আসালাত এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সিয়াম হল দাউদের (আসিয়াম, তিনি অর্ধেক রাত্রি ঘুমাতেনএক তৃতীয়াংশ তাহাজ্জুদ আদায় করতেন আবার এক ষষ্ঠাংশ ঘুমাতেন। এবং তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন ইফতার করতেন [অর্থাৎ প্রতি দুদিনে একদিন নফল সাওম পালন করতেন]।

বুখারী(১১৩১)মুসলিম(১১৫৯)।


be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/

Friday, September 10, 2010

ঈদ মোবারক


السلام عليكم
ঈদ মোবারক
“তোমরা তা[চাঁদ] দেখে সাওম শুরু কর এবং তা[চাঁদ] দেখে সাওম শেষ কর, আর যদি তা তোমাদের নিকট অদৃশ্য হয় তবে শাবানের ৩০ দিন পূর্ণ কর।”

বুখারী(১৯০৯), মুসলিম(১০৮১)

“তোমরা তা[চাঁদ] দেখলে সাওম পালন কর এবং তা[চাঁদ] দেখলে সাওম ভঙ্গ কর এবং তদানুযায়ী ইবাদত পালন কর আর যদি তোমাদের থেকে তা আড়াল হয় তবে ৩০ দিন পূর্ণ কর, আর যদি দুজন সাক্ষী সাক্ষ্য দেয় তবে সাওম শুরু কর এবং ভঙ্গ কর।”
আহমদ, নাসাঈ


be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ



Monday, September 6, 2010

এতেকাফ


السلام عليكم
রামাদান নির্দেশিকা
এতেকাফ

আবু 
 
সায়ীদ খুদরি রা· থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
 
ওয়া সাল্লাম বলেছেনঃ

আমি প্রথম দশকে এতেকাফ করেছি এই (কদর) রজনী খোঁজ করার উদ্দেশে, অতঃপর এতেকাফ করেছি
মাঝের দশকে, অতঃপর মাঝ-দশক পেরিয়ে এলাম , 
তারপর আমাকে বলা হল, (কদর) তো শেষ দশকে।

তোমাদের মধ্যে যদি কেউ এতেকাফ করতে চায় সে যেন এতেকাফ করে, অতঃপর লোকেরা তাঁর সাথে 
এতেকাফ করল।

[মুসলিমঃ হাদিস নং ১১৬৭]



be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Saturday, September 4, 2010

লাইলাতুল কদরঃ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করার দিন





السلام عليكم
রামাদান নির্দেশিকা


লাইলাতুল কদরঃ অতীতের সমস্তô গুনাহ ক্ষমা করার দিন








যে ঈমান সহকারে প্রতিদানের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

বুখারী(১৯০১), মুসলিম(৭৬০)।
be Organized by Holy Islam 


O.H.I

For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ


Friday, September 3, 2010

লাইলাতুল কদরের লক্ষণ


السلام عليكم
রামাদান নির্দেশিকা
লাইলাতুল কদরের লক্ষণ

লাইলাতুল কদর উজ্জল রাত্রি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, এই রাত্রিতে উল্কাপাত হয় না।
ইবনে আব্বাস (রা·) থেকে নবীর (সা) বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে সহীহ ইবনে খুযায়মা, মুসনাদে তায়ালিসী গ্রন্থে । আলবানীর মতে সহীহ।

লাইলাতুল কদর শান্তিôময় রাত্রি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, এর দিবসে সূর্য লাল ও দুর্বল অবস্থায় উদিত হয়।
তাবারানী ও অন্যান্য। আলবানীর মতে হাসান।

ঐদিন সূর্য রশ্মিবিহীন অবস্থায় উঠবে।
মুসলিম(৭৬২) ও অন্যান্য । এই ভাষ্য বায়হাকীর।


be Organized by Holy Islam 

O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ

Thursday, September 2, 2010

লাইলাতুল কদরের দুআ


 السلام عليكم
রামাদান নির্দেশিকা

লাইলাতুল কদরের দুআ





আয়েশা (রা·) বললেনঃ হে আল্লাহর নবী (সা) যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলব? তিনি (সা) বললেন, বলবেঃ [আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নী] 



“হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।” 



আহমদ ও অন্যান্য। আলবানী ও আরনাউতের মতে সহীহ। 






be Organized by Holy Islam 


O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ