Thursday, October 29, 2009

খাদেমদের(সাহায্যকারী) সাথে ভালো ব্যবহার করা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
খাদেমদের(সাহায্যকারী) সাথে ভালো ব্যবহার করা

আবু হুরায়রা (রা) বর্ণিত,


তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ




যখন তোমাদের কারও খাদেম গরম এবং ধোঁয়া সহ্য করে তার খাবার তৈরী করে নিয়ে আসে, তখন সে যেন তাকে নিজের সাথে বসায় এবং খাদেমও হীনমন্যতার শিকার না হয়ে তার সাথে খায়; অবশ্য খাদ্যের পরিমাণ যদি কম হয় তবে সে যেন অন্তত তার হাতে দুই-এক লোকমা তুলে দেয়.




[মুসলিম থেকে মিশকাতে]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ২৭১]

Bangla reading problem visit:




be Organized by Holy Islam

O.H.I

For More Visit: