Thursday, October 15, 2009

আল্লাহর পথে ধাবিত হওয়া


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

আল্লাহর পথে ধাবিত হওয়া 




فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ

আল্লাহ বলেন,


সুরা যারিয়াত ৫০

وعنه عَنْ رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَنه قال : « مِنْ خَير مَعَاشِ النَّاسِ رَجُلٌ مُمْسِكٌ عِنَانَ فَرسِهِ في سَبِيلِ اللَّه ، يَطيرُ عَلى مَتنِهِ ، كُلَّمَا سَمِعَ هَيْعَةً أَوْ فَزْعَةً ، طارَ عَلَيْهِ يَبْتَغِي الْقَتلَ ، أَو المَوْتَ مظَانَّه ، أَوْ رَجُلٌ في غُنَيمَةٍ في رَأْسِ شَعَفَةٍ مِن هَذِهِ الشَّعَفِ ، أَوْ بَطنِ وادٍ مِن هَذِهِ الأَوديَةِ ، يُقِيم الصَّلاةَ ويُؤتي الزَّكاةَ ، ويَعْبُد رَبَّهُ حتَّى يَأْتِيَهُ اليَقِينُ ليَسَ مِنَ النَّاسِ إِلاَّ في خَيْرٍ » رواه مسلم .


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

লোকদের মধ্যে উৎকৃষ্ট জীবনের অধিকারী সেই ব্যক্তি যে আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধারণ করে তার পিঠে চড়ে অভিযানরত থাকে; যেখানেই সে শত্রুর আক্রমণ ধ্বনি বা ভীতিপ্রদ আওয়াজ শুনতে পায়, সেদিকেই সে বিদ্যূৎ গতিতে চলে যায় এবং রণক্ষেত্রে শাহাদাত লাভ বা মৃত্যূর আকাঙ্ক্ষারত থাকে;  অথবা এমন লোকের জীবন, যে গুটিকয়েক ছাগল নিয়ে পর্বতমালার কোন একটির চুড়ায় অথবা এ উপত্যকাগুলোর কোন এক উপত্যকায় অবস্থান করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আমৃত্যূ তার প্রতিপালকের ইবাদাতে নিমগ্ন থাকে এবং মানুষের সাথে সদাচার ছাড়া অন্য কিছুকে প্রশ্রয় দেয়া না
(মুসলিম)    

[রিয়াদুস সালেহীন হাদীস ৬০১]

Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: