Saturday, August 8, 2009

বৈঠকে বসার আদব-১

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

বৈঠকে বসার আদব-১


ইবনে উমার (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমাদের কোন ব্যক্তি যেন কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে না বসে; বরং তোমরা জায়গা বিস্তৃত করে দাও এবং ছড়িয়ে বসো;

ইবনে উমার (রা)-র জন্য কোন ব্যক্তি নিজের জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলে তিনি তার ছেড়ে দেয়া জায়গায় বসতেন না। (বুখারী ও মুসলিম)

রিয়াদুস সালেহীন হাদীস নং-৮২৫

হযরত জাবির বিন সামুরা (রা) থেকে বর্ণিত;

আমাদের অভ্যাস ছিল, যখন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভায় উপস্থিত হতাম, তখন আমরা পিছনে বসতাম (আমাদের মধ্যে কেউই দেরীতে এসে মানুষকে ডিংগিয়ে ডিংগিয়ে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসার চেষ্টা করতো না)

যাদে রাহ হাদীস নং-৩৯৬

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি যদি তার জায়গা ছেড়ে উঠে যাওয়ার পর আবার ফিরে আসে, তাহলে সেই জায়গায় বসার হক তারই সবচেয়ে বেশী (মুসলিম)

রিয়াদুস সালেহীন হাদীস নং-৮২৬

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth