Monday, October 24, 2011

আল্- হিজর


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা


আল্- হিজর



হিজর হচ্ছে কাবার উত্তরদিকে অবস্থিত অর্ধেক বৃত্তাকার অংশটুকু। এটা কাবা ঘরের অংশ। অর্থাভাবে কাবার পুনর্নিমাণের সময় কুরাইশরা ইব্রাহীম (আলাইহিস সালাম)-এর ভিত্তির উপর নির্মাণ করতে সক্ষম হয়নি। তারা ইব্রাহীম (আলাইহিস সালাম)-এর ভিত্তির স্থানগুলোতে পাথর স্থাপন করল। এজন্য এর নামকরণ হিজর করা হয়েছে। হিজর মানে পাথর স্থাপন করা। ইমাম মুসলিম আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল (সা) এরশাদ করেন :

 قَوْمَكِ اسْتَقْصَرُوا مِنْ بُنْيَانِ الْبَيْتِ وَلَوْلاَ حَدَاثَةُ عَهْدِهِمْ بِالشِّرْكِ أَعَدْتُ مَا تَرَكُوا مِنْهُ فَإِنْ بَدَا لِقَوْمِكِ مِنْ بَعْدِي أَنْ يَبْنُوهُ فَهَلُمِّي لِأُرِيَكِ مَا تَرَكُوا مِنْهُ فَأَرَاهَا قَرِيبًا مِنْ سَبْعَةِ أَذْرُعٍ
.
তোমার সমাজের লোকেরা কাবা গৃহ পুনর্নিমাণের সময় একে ছোট করে ফেলেছে। তারা যদি অতি সম্প্রতি শিরক ত্যাগ করে মুসলিম না হতেন তবে যে অংশটুকু তারা বাহিরে রেখেছে সে টুকু আমি কাবা গৃহের ভিতরে ফেরত নিয়ে আসতাম অর্থাৎ কাবা গৃহকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতাম। হে আয়েশা! চল, তোমাকে ঐ স্থানটুকু দেখিয়ে দেই যেটুকু কুরায়শরা কাবাগৃহ পুনর্নিমাণের সময় বাহিরে রেখেছে। এ বলে তিনি বাহিরে থাকা সাত হাত পরিমাণ স্থান দেখিয়ে দিলেন। তোমার সমাজের লোকেরা আমার মৃত্যুর পর যদি পুনরায় একে নির্মাণ করতে চায়, তখন তুমি তাদেরকে এটা দেখিয়ে দেবে। [i]
photo

রাসূল (সা) যে পরিমাণ স্থান বাহিরে ছিল বলে নির্ধারণ করেছেন সে টুকুই কাবার অংশ। বর্তমানে উত্তর দিকের দেয়ালের ভিতরে যতটুকু স্থান ঢোকানো হয়েছে, তা সঠিক পরিমাণের চেয়ে অনেক বেশি। যে এখানে সালাত আদায় করতে চায়, তার উচিত হাদিসে বর্ণিত সঠিক স্থানটুকু তালাশ করে বের করা।
হিজরি সালাত আদায় করা কাবার অভ্যন্তরে সালাত আদায়ের সমান। কারণ এটা কাবাগৃহেরই অংশ। আবদুর রাজ্জাক আয়েশা (রা) থেকে বর্ণনা করেন :

كُن أُحِبُّ أَنْ أَدْخُلَ الْبَيْتَ فَأُصَلِّيَ فِيهِ فَأَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدِي فَأَدْخَلَنِي فِي الْحِجْرِ فَقَالَ لِي صَلِّي فِي الْحِجْرِ إِذَا أَرَدْتِ دُخُولَ الْبَيْتِ فَإِنَّمَا هُوَ قِطْعَةٌ مِنْ الْبَيْتِ وَلَكِنَّ قَوْمَكِ اسْتَقْصَرُوا حِينَ بَنَوْا الْكَعْبَةَ فَأَخْرَجُوهُ مِنْ الْبَيْتِ.

আমি কাবা গৃহে প্রবেশ করে সালাত আদায় করতে আগ্রহ প্রকাশ করতাম। তখন রাসূল (সা) আমরা হাত ধরে হিজরে প্রবেশ করিয়ে দিলেন এবং বললেন: তুমি চাইলে হিজরিতে সালাত আদায় করতে পার। কারণ এটা কাবারই অংশ। কিন্তু তোমার সমাজের লোকেরা কাবার পুনর্নিমাণের সময় এটাকে ছোট করে ফেলেছে এবং হিজকে কাবার বাইরে রেখে দিয়েছে।[ii]

ইতিপূর্বে আলোচিত হয়েছে যে, কাবা ঘরের তওয়াফকারী অবশ্যই হিজরের বাইরে দিয়ে তওয়াফ করবে। কারণ এটা কাবারই অংশ। ব্যাপক হারে প্রচারিত ভুলেরই একটি হচ্ছে এটাকে হিজরে ইসমাইলকরে নামকরণ করা। এ নামকরণটি সঠিক নয়। এর চেয়ে জঘন্যতম হচ্ছে যে, কিছু সাধারণ মানুষ মনে করে যে, ইসমাইল () অথবা অন্যান্য নবীদেরকে এখানে দাফন করা হয়েছে।



[i] সহীহ মুসলিম, অধ্যায়ঃ হাজ্জ, অনুচ্ছেদঃ পুনর্মিলনের সময় কাবাকে ছোট করা। হাঃ নং- ৯৬৮।
[ii] মুসনাদ আহমাদঃ ৯২/৬, সহীহ ইবনে খুযাইমাঃ হাঃ নং- ৩০১৮, ত্বাহাবী, শরহু মাআনিল আসারঃ ৩৯২/১, হাদীসটির সৌন্দর্য সাধনের যোগ্য।

be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/