Tuesday, August 4, 2009

শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই


َوَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি; তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে. তার দুধ ছাড়ানো দুই বছরে হয়. অতএব আল্লাহ ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও. অবশেষে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে.

(আল কুরআন সুরা লোকমান আয়াত -১৪)

.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلاَدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ

আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু'বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়.

(আল কুরআন সুরা বাকারা আয়াত -২৩৩).


রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

যে মহিলা নিজের সন্তানকে বুকের দুধের প্রথম ঢোক পান করায়,সে একটি মানুষের জীবনদানকারীর বরাবর সাওয়াব পাবে.

(কানযুল উম্মাল).

মিরাজের রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

...অতঃপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হল. ইত্যবসরে কতিপয় মহিলাকে দেখলাম. যাদের বুকের ছাতি সাপ দংশন করছে..

আমি জিজ্ঞেস করলাম,এরা কোন মহিলা?.


বলা হলো তারা সে মহিলা যারা নিজের সন্তানকে নিজের দুধ পান করাতো না.

(তারগীব ও তারহিব)

.

বিস্তারিত পড়ুন :

· Miraculous mixture of mothers milk-Harunyahya

· মায়ের দুধ ও ইসলামী দৃষ্টিকোণ-আল্লামা ইউসুফ ইসলাহী

· মায়ের দুধের শরয়ী ও নৈতিক গুরুত্ব-আল্লামা ইউসুফ ইসলাহী

· চিকিত্সা ও মনস্তাত্ত্বিক দিক থেকে মাতৃদুগ্ধ-আল্লামা ইউসুফ ইসলাহী

জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ দিলে বছরে বাঁচবে ৩৭ হাজার শিশুঃ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

মায়ের দুধের অধিকার

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth