Monday, December 28, 2009

আশুরা (মহররম মাসের দশম দিন)


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আশুরা (মহররম মাসের দশম দিন)

ইবনে আব্বাস (রা) বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় পৌছে ইয়াহুদীদের আশুরার দিন রোযাদার পেলেন; এ সন্মন্ধে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জবাব দিলো, এটি একটি মহান দিন, যেদিন আল্লাহ মুসা(আ)-কে ফেরাউনের উপর জয়যুক্ত করেছেন; সুতরাং এ মহান দিনের সন্মানার্থে আমরা রোযা রাখি;  রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের তুলনায় আমরা মুসা(আ)-এর বেশী হকদার; অতঃপর তিনি ঐদিন রোযা রাখার নির্দেশ দিলেন।
 


[সুনান আবু দাঊদ হাদীস নং ২৪৪]



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit: