Wednesday, February 9, 2011

কষ্ট-যাতনার মুখে সহনশীল হওয়া


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
কষ্ট-যাতনার মুখে সহনশীল হওয়া


وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذلِكَ لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ
আল্লাহ বলেন,
যে ধৈর্য্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই (সে যে জেনে রাখে) এটা দৃঢ় সংকল্পের কাজ
আল কুরআন- সুরা শু'রা ৪৩


এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল!
·   আমার কিছু আত্বীয়-স্বজন রয়েছে, যাদের সাথে আমি  আত্বীয়তার বন্ধন রক্ষা করি, কিন্তু তারা তা ছিন্ন করে।
·   আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে মন্দ ব্যবহার করে।
·   আমি তাদের সাথে সহনশীলতা দেখাই, কিন্তু তারা আমার সাথে অজ্ঞতা সুলভ আচরণ করে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
যদি তোমার সাথে এরকমই করা হয় যেরকম তুমি বললে, তবে যেন তুমি তাদের প্রতি গরম বালি ছুড়ে মারছ। যতক্ষণ তুমি এ নীতির উপর অবিচল থাকবে, আল্লাহরপক্ষ থেকে এক সাহায্যকারী (ফেরেশতা)তাদের মোকাবিলায় তোমাকে সাহায্য করতে থাকবে।       
রিয়াদুস সালেহীন-২য় খন্ড অনুচ্ছেদ -৭৬ হাদীস নং- ৬৪৮

be Organized by Holy Islam 
O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ