Tuesday, May 12, 2009

মায়ের মর্যাদা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মায়ের মর্যাদা


وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে উহশব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।

তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।

And your Lord has decreed that you worship none but Him. And that you be dutiful to your parents. If one of them or both of them attain old age in your life, say not to them a word of disrespect, nor shout at them but address them in terms of honour.

And lower unto them the wing of submission and humility through mercy, and say: ”My Lord! Bestow on them Your Mercy as they did bring me up when I was small.”

(আল কুরআন সুরা বনী ঈস্রাইল আয়াত ২৩-২৪)

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি; তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে. তার দুধ ছাড়ানো দুই বছরে হয়. অতএব আল্লাহ ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও. অবশেষে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে

(আল কুরআন সুরা লোকমান আয়াত -১৪)

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

And We have enjoined on man to be good and dutiful to his parents, but if they strive to make you join with Me (in worship) anything (as a partner) of which you have no knowledge, then obey them not. Unto Me is your return, and I shall tell you what you used to do.

আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।

(আল কুরআন সুরা আনকাবুত আয়াত -)

عن أبي عبد الرحمن عبد اللَّه بن مسعود رضي اللَّه عنه قال سأَلتُ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَيُّ الْعملِ أَحبُّ إلى اللَّهِ تَعالى ؟ قال الصَّلاةُ على وقْتِهَا قُلْتُ : ثُمَّ أَيُّ ؟ قال بِرُّ الْوَالِديْن قلتُ : ثُمَّ أَيُّ ؟ قال لجِهَادُ في سبِيِل اللَّهِ متفقٌ عليه

Abdullah bin Mas`ud (May Allah be pleased with him) reported: I asked the Prophet (PBUH) , "Which of the deeds is loved most by Allah?'' Messenger of Allah (PBUH) said, "Salat at its proper time.'' I asked, ``What next?'' He (PBUH) replied, ``Kindness to parents.'' I asked, ``What next?'' He replied, ``Jihad in the way of Allah.''
[Al-Bukhari and Muslim].

আব্দুল্লাহ ইবনে মাসঊদ(রাঃ) থেকে বর্ণিত; আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহ বেশী পছন্দ করেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- সময়মত নামাজ আদায়। জিজ্ঞেস করলাম, এরপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। জিজ্ঞেস করলাম, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ।

وعنه رضي اللَّه عنه قال جَاءَ رَجُلٌ إلى رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقال يا رسول اللَّه مَنْ أَحَقُّ النَّاسِ بحُسنِ صَحَابَتي ؟ قال أُمُّك قال : ثُمَّ منْ ؟ قال أُمُّكَ قال : ثُمَّ مَنْ ؟ قال أُمُّكَ قال : ثُمَّ مَنْ ؟ قال أَبُوكَ متفقٌ عليه

Abu Hurairah (May Allah be pleased with him) reported: A person came to Messenger of Allah (PBUH) and asked, "Who among people is most deserving of my fine treatment?'' He (PBUH) said, "Your mother". He again asked, ``Who next?'' "Your mother", the Prophet (PBUH) replied again. He asked, "Who next?'' He (the Prophet (PBUH)) said again, "Your mother.'' He again asked, "Then who?'' Thereupon he (PBUH) said,'' Then your father.''

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন,হে আল্লাহর রাসুল!আমার কাছ থেকে সদ্ব্যবহার ও সসংগ পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী কে? তিনি বলেনঃ তোমার মা সে বলল,অতঃপর কে?তিনি বলেনঃ তোমার মা সে বলল,অতঃপর কে?তিনি বলেনঃ তোমার মা সে বলল,অতঃপর কে? তিনি বলেনঃ তোমার পিতা

وعنه عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال رغِم أَنْفُ ، ثُم رغِم أَنْفُ ، ثُمَّ رَغِم أَنف مَنْ أَدرْكَ أَبَويْهِ عِنْدَ الْكِبرِ أَحدُهُمَا أَوْ كِلاهُما ، فَلمْ يدْخلِ الجَنَّةَ

Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Prophet (PBUH) said, "May he be disgraced! May he be disgraced! May he be disgraced, whose parents, one or both, attain old age during his life time, and he does not enter Jannah (by rendering being dutiful to them)".
[Muslim].

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংস হোক। সে ধ্বংস হোক। সে ধ্বংস হোক। যে তার জীবনে পিতা-মাতা উভয়কে বা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে যেতে পারল না।

وعن أبي الدَّرْادءِ رضي اللَّه عنه أَن رَجُلاً أَتَاهُ فقال إِنَّ لي امْرَأَةً وإِن أُمِّي تَأْمُرُني بِطَلاَقِها ؟ فقال سَمِعْتُ رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقولُ الْوالِدُ أَوْسطُ أَبْوابِ الجَنَّةِ ، فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذلِك الْبابَ ، أَوِ احفظْهُ رواه الترمذي وقال : حديثٌ حسنٌ صحيح

Abud-Darda' (May Allah be pleased with him) reported: A man came to me and said, "I have a wife whom my mother commands me to divorce". I replied him that I had heard Messenger of Allah (PBUH) saying, "A parent is the best of the gates of Jannah; so if you wish, keep to the gate, or lose it.''
[At-Tirmidhi and Ibn Majah].


আবু দারদা(রা) থেকে বর্ণিত; একজন লোক আমার কাছে এসে জিজ্ঞেস করল, আমার স্ত্রীকে আমার মা তালাক দিতে আদেশ করেন। আমি তাকে বললাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “পিতা-মাতা হল জান্নাতের দরজা, যদি তুমি চাও এ দরজাকে রক্ষা করতে পার, বা হারাতে পার”

(রিয়াদুস সালেহীন হাদীস নং-৩১২,৩১৬,৩১৭,৩৩৪)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


Download bangle font & paste it in your fonts (Control panel)

Just click it


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth