Saturday, July 4, 2009

বৃক্ষরোপণ




السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

বৃক্ষরোপণ


আল্লাহ বলেন

বল তো কে সৃষ্টি করেছেন নভোমন্ডল ও ভূমন্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্যে বর্ষণ করেছেন পানি; অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগা সৃষ্টি করেছি। তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তিই তোমাদের নেই। অতএব, আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? বরং তারা সত্যবিচ্যুত সম্প্রদায়।

আল কুরআন সুরা নামল- ৬০

আল্লাহ বলেন

তোমরা কি এ বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?

আল কুরআন সুরা ওয়াকিয়া-৭২



রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

যে ব্যক্তি কারো ওপর যুলুম করা, বা কারো ওপর অন্যায়ভাবে বল প্রয়োগ ছাড়াই কোন গৃহ নির্মাণ করবে অথবা কারো ওপর যুলুম বা অন্যায়ভাবে বল প্রয়োগ ছাড়াই কোন গাছের চারা লাগাবে, সে গৃহ বা গাছ দ্বারা যতদিন দয়াময় আল্লাহর কোন সৃষ্টি উপকৃত হতে থাকবে, ততদিন তার বিনিময়ে সে অব্যাহত ভাবে সওয়াব পেতে থাকবে.

[আহমাদ]

(হযরত মুয়ায ইবনে আনাস (রা.)থেকে বর্ণিত;)

আত-তারগীব ওয়াত-তারহীব ৩য় খন্ড হাদীস ১৩১৯

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

কোন মুসলমান যে কোন গাছের চারা লাগাক, তা থেকে কেউ কিছু খেয়ে ফেললেও সে সাদকার সওয়াব পাবে, তা থেকে কিছু চুরি হয়ে গেলেও সে সাদকার সওয়াব পাবে এবং কেউ তার ক্ষতি করলে সে কিয়ামত পর্যন্ত সাদকার সওয়াব পাবে;


অপর বর্ণনায় আছে, কোন মুসলমান যে কোন গাছের চারা লাগাক বা যে কোন ফসল চাষ করুক, তা থেকে কোন মানুষ, জীব-জন্তু বা অন্য কোন জিনিস যদি কিছু খেয়ে ফেলে, তবে তাতে সে সদকার সওয়াব পাবে।

(মুসলিম)

(হযরত জাবের (রা.)থেকে বর্ণিত;)

আত-তারগীব ওয়াত-তারহীব ৩য় খন্ড হাদীস ১৩১৮

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth