Monday, July 13, 2009

অভাবীদের উপকারে নিয়োজিত থাকে যারা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

অভাবীদের উপকারে নিয়োজিত থাকে যারা


আল্লাহ বলেন,

তোমার অন্তরকে এমন লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখো যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সকাল ও সন্ধ্যায় তাকে ডাকে; আর তাদের দিক থেকে কখনও অন্যদিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো না

(ল কুরআন সুরা কাহফ:২৮)

আবু হুরায়রা (রা.) বলেন,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,

যে ব্যক্তি গরীব, অভাবী, অসহায় ও বিধবাদের সাহায্যের জন্য দৌড়ঝাপ করে, সে আল্লাহর পথে (জিহাদে) ব্যস্ত ব্যক্তির সমতুল্য;

(বর্ণনাকারী বলেন) আমার মনে হয়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন- সে রাত জেগে অবিরাম নফল নামায আদায়কারী এবং অবিরত নফল রোযা পালনকারীর সমতুল্য.

eeএন্তেখাবে হাদীস হাদীস নং ২৬৯

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth