Friday, May 22, 2009

দিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো জুমু’আ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো জুমু’আ


The Apostle of Allah (peace be upon him) said:

The best day on which the sun has risen is Friday;

· on it Adam was created,

· on it he was expelled (from Paradise),

· on it his contrition was accepted,

· on it he died,

· And on it the Last Hour will take place.

· On Friday every beast is on the lookout from dawn to sunrise in fear of the Last Hour, but not jinn and men,

· And it contains a time at which on Muslim prays and asks anything from Allah but He will give it to him.

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন,

সূর্য উদিত হয় এরুপ (প্রতিটি) দিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো জুমু’আর দিন.

v এদিনই আদম(আ)-কে সৃষ্টি করা হয়েছিল.

v এদিনই তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন.

v এদিনই তার তওবা করা হয়েছিল.

v এদিনই তিনি মৃত্যূবরণ করেছিলেন.

v এদিনই কিয়ামত সংঘটিত হবে.

v জ্বিন ও মানুষ ছাড়া এমন কোন প্রাণী নেই যা শুক্রবার দিন ভোর থেকে সুর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত হয়ে কান পেতে না থাকে.

v এদিন এমন একটি বিশেষ সময় আছে, নামাযরত অবস্থায় কোন মুসলমান বান্দা যদি তা পেয়ে যায় এবং মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে কোন অভাব পূরণের জন্য (ঐ সময়ে) প্রার্থনা করে তাহলে আল্লাহ তা পূরণ করে দেন.

Abu daud 1046 Narrated by Abu Huraira(R)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth