Sunday, May 31, 2009

প্রাণীর ছবি প্রদর্শনী




السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

প্রাণীর ছবি প্রদর্শনী


আয়েশা (রা) থেকে বর্ণিত;

একবার রাসুলুল্লাহ (সা) আমার কাছে এলেন; তখন আমি একটি পর্দা টাঙিয়ে রেখেছিলাম; তার গাঁয়ে ছবি আঁকা ছিল; তার চেহারার রং বদলে গেলো;

তারপর তিনি পর্দাটি টেনে ছিঁড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য প্রদর্শন করে.

Shahi Muslim Hadith 5381

জাবের ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) ঘরের মধ্যে ছবি রাখতে মানা করেছেন এবং ছবি আঁকতেও নিষেধ করেছেন.

[তিরমিযী, পোশাক অধ্যায়]

হযরত ইবনে আব্বাস (রা) আবু তালহা আনসারী (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) বলেছেন,

ফেরেশতারা এমন কোন গৃহে প্রবেশ করে না যেখানে কুকুর পালিত থাকে এবং এমন কোন গৃহেও প্রবেশ করে না যেখানে ছবি থাকে.

Shahi Bukhari Hadith 3440

ইবনে আব্বাস (রা) খৃষ্টানদের গীর্জায় নামায পড়ে নিতেন কিন্তু এমন কোন গীর্জায় পড়তেন না যার মধ্যে ছবি থাকত।

[বুখারী, সালাত অধ্যায়]

আব্দুল্লাহ ইবনে ঊমার (রা.) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

যেসব লোক ছবি বানায় তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে;
তাদেরকে বলা হবেঃ যা তোমরা একেছ তাকে জীবন্ত কর.

রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড হাদীস-১৬৭৮




বাইবেলে রয়েছে,

যে ব্যক্তি কোন ক্ষোদিত কিংবা ছাচে ঢালা প্রতিমা, সদাপ্রভুর ঘৃণিত বস্তু, শিল্পকরের হস্তনির্মিত বস্তু নির্মাণ করে গোপণে স্থাপন করে সে অভিশপ্ত।

[দ্বিতীয় বিবরণ ২৭:১৫]

তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ কর না; উপরিস্থ স্বর্গে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নীচস্থ জলমধ্যে যা যা আছে, তাদের কোন মূর্তি নির্মাণ কর না.

[যাত্রা পুস্তক ২০:৪]

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth