Saturday, October 17, 2009

পার্থিব জীবনের প্রতি অনাসক্তি


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পার্থিব জীবনের প্রতি অনাসক্তি 

يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
হে মানুষনিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য. সুতরাংপার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে; এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে.
   (সুরা ফাতির-৫)
وعن أبي الْعبَّاس سَهْلِ بنِ سعْدٍ السَّاعديِّ ، رضي اللَّه عنه ، قال : جاءَ رجُلٌ إلى النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : فقالَ : يا رسول اللَّه دُلَّني عَلى عمَلٍ إِذا عَمِلْتُهُ أَحبَّني اللَّه ، وَأَحبَّني النَّاسُ ، فقال : « ازْهَدْ في الدُّنيا يُحِبَّكَ اللَّه ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحبَّكَ النَّاسُ » حديثٌ حسنٌ رواه ابن مَاجَه وغيره بأَسانيد حسنةٍ .

আবুল আব্বাস সাহল ইবনে সাদ আস-সাঈদী (রা) থেকে বর্ণিত,

আবুল আব্বাস সাহল ইবনে সাদ আস-সাঈদী (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললো,
হে আল্লাহর রাসুল!
আমাকে এমন কোন কাজ বলে দিন, যখন আমি তা করবো তখন আল্লাহ আমাকে ভালবাসবেন এবং মানুষও আমাকে ভালোবাসবে; তিনি বলেন, তুমি পৃথিবীর প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালবাসবেন এবং মানুষের কাছে যা আছে, তার প্রতিও অনাসক্ত হও, তাহলে মানুষও তোমাকে ভালবাসবে.

[ইবনে মাজাহ]
[রিয়াদুস সালেহীন হাদীস ৪৭২] 
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: