Monday, November 30, 2009

দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে

হে লোকেরা আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চিতভাবেই সত্য, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং সেই প্রতারক (শয়তান) যেন আল্লাহর ব্যাপারে তোমাদের ধোঁকা দিতে না পারে
সুরা ফাতির-৫

জরুরী বিষয়- 
আজ ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব
الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Saturday, November 28, 2009

ঈদ মোবারক


   السلام عليكم
ঈদ মোবারক

আল্লাহ বলেন,
আর যখন (কুরবানীর পরে) তাদের (পশুর) পিঠ মাটির সাথে লেগে যায় (প্রাণবায়ু পুরোপুরি বের হয়ে যায়) তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করেএ পশুগুলোকে আমি এভাবেই তোমাদের জন্য বশীভূত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর.
সুরা হাজ্জ-৩৬;
এবং তাদেরকে আদমের দু'পুত্রের কাহিনী ঠিকমত শুনিয়ে দাওযখন তারা দু'জনে কুরবানী করলএকজনের কুরবানী কবুল হলঅপরজনের হল না.
এবং আমি প্রত্যেক উন্মাতের জন্যে কুরবানীর এক রীতি-পদ্ধতি নির্ধারণ করে দিয়েছিযেন তারা ঐসব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যেসব আল্লাহ তাদেরকে দান করেছেন
যখন সে (ইসমাঈল) তার সাথে চলাফেরার বয়সে পৌছলো তখন একদিন ইব্রাহীম তাকে বললপ্রিয়! আমি স্বপ্নে দেখেছি যেতোমাকে যেন যবেহ করছিবল দেখি করা যায়?
পুত্র (বিনা দ্বিধায়) বললআব্বা! আপনাকে যে আদেশ করা হয়েছে তা শীঘ্র করে ফেলুনইনশাল্লাহ আপনি আমাকে অবিচল দেখতে পাবেন;
অবশেষে যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর কাছে নিজেদেরকে সর্পদ করলেন এবং ইব্রাহীম পুত্রকে উপুর করে শুইয়ে দিলেন (যবেহ করার জন্যে)তখন আমি(আল্লাহসন্মোধন করে বললামইব্রাহীম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ;
আমি সৎকর্মশীলদের এরুপ প্রতিদানই দিয়ে থাকিবস্তুত এ এক সুষ্পষ্ট অগ্নি পরীক্ষা; 
আর আমরা বিরাট কুরবানী ফিদিয়া স্বরুপ দিয়ে তাকে (ইসমাঈলকে) উদ্ধার করেছি;
আর আমরা ভবিষ্যতের উন্মতের মধ্যে (ইব্রাহীমের) এ সুন্নাত স্মরণীয় করে রাখলাম; 
শান্তি ইব্রাহীমের উপরএভাবে জীবনদানকারীদেরকে আমরা এ ধরণের প্রতিদানই দিয়ে থাকিনিশ্চিতরুপে সে আমাদের মু'মিন বান্দাদের মধ্যে শামিল
ان رسول الله صلى الله عليه وسلم امره ان يقسم بدنه كلها لحومها وجلودها وجلافها للمساكين.
আলী ইবনে তালিব (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) তাকে তার কুরবানীর উটের গোশত, চামড়া ও খুর সবকিছু গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার নির্দেশ দেন
ইবনে মাজাহ হাদীস-৩১৫৭

জরুরী বিষয়- 
আজ ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব
الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই



For Details click below:

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Friday, November 27, 2009

কুরবানী সংক্রান্ত


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
কুরবানী সংক্রান্ত


كان النبي صلى الله عليه وسلم لايخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يو م الأضهى حتى يصلى
আব্দুল্লাহ ইবনে বুরাইদা (রা) থেকে তার পিতার সুত্রে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) ঈদুল ফিতরের দিন কিছু না খাওয়া পর্যন্ত সালাতের জন্য বের হতেন না এবং ঈদুল আযহার দিনে সালাত না পড়া পর্যন্ত কিছু খেতেন না
(তিরমিযী; হাদীস- ৫০৮, আহমদ)

জরুরী বিষয়- 
আজ ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব
الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই

For Details click below:

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Thursday, November 26, 2009

আরাফার দিন


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আরাফার দিন


وَعَنْهَا أنَّ رَسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، قَالَ : « ما مِنْ يَوْمٍ أَكثَرَ مِنْ أنْ يعْتِقَ اللَّه فِيهِ عبْداً مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ » . رواهُ مسلمٌ .ة 



আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

আরাফাতের দিনের চেয়ে অধিক সংখ্যায় আর কোন দিন আল্লাহ বান্দাহকে জাহান্নাম থেকে মুক্তি দেন না.





وعَنْهُ أَنَّ رسولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، قالَ : « ، والحجُّ المَبرُورُ لَيس لهُ جزَاءٌ إلاَّ الجَنَّةَ » . متفقٌ عليهِ 
.
আয়েশা (রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মাকবুল (কবুলকৃত) হ্বজ্জের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত

(Riyadus Salehin Hadith-1277 and 1275)
হজ্জ বান্দার উপর আল্লাহর হক;
যারাই বায়তুল্লাহ পর্যন্ত যাবার শক্তি-সামার্থ্য রাখে, তাদের জন্যে আল্লাহর হক আদায় করা ফরজ;
যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ করে না, সেসব যালেম আল্লাহর হক নষ্ট করে
 (তিরমিযী)
যে ব্যক্তির কাছে হজ্জের খরচের অর্থ মওজুদ আছে,অথচ সে হজ্জ করে না সে ইহুদী বা নাসারা(খিষ্ট্রান)হয়ে মরুক তাতে কিছু যায় আসে না
(আবু দাউদ,দারেমী)
আল্লাহর যাত্রী হল তিন ব্যক্তি গাজী, হাজী ও ওমরাকারী.
(নাসায়ী)
আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত,
তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ(সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল,
হে আল্লাহর রাসুল! কোন বস্তু হজ্জকে ফরজ করে?
তিনি উত্তরে বললেন- খাওয়া খরচ ও নিজের সফর খরচ অর্থাৎ পরিবারের ভরন-পোষনের খরচ ও মক্কা পর্যন্ত সফর খরচ


জরুরী বিষয়- 
আজ ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব
الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই



To know details about Hajj in text click below:
Watch video about How to perform Hajj (in Bangla):

be Organized by Holy Islam
http://ohioftruth.blogspot.com/

Wednesday, November 25, 2009

কুরবানীর প্রতি বিন্দুর বিনিময়ে অতীত গুনাহ মাফ হয়


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
কুরবানীর প্রতি বিন্দুর বিনিময়ে অতীত গুনাহ মাফ হয়

قومي إلى اضحيتك فاشهديها فإن لك بكل قطرة تقطر من دمها ان يغفرلك ماسلف من ذنوبك قالت يارسول الله الناخاصة اهل البيت اولنا و للمسلمين قال بلى لنا و للمسلمين.

আয়েশা (রা) থেকে বর্ণিত; রাসুলুল্লাহ (সা.) ফাতেমা (রা)-কে লক্ষ্য করে বলেন,
তুমি উঠো, তোমার কুরবানীর কাছে যাও এবং তা দেখ; কেননা, কুরবানীর যে রক্ত প্রবাহিত হয় তার প্রতি বিন্দুর বিনিময়ে আল্লাহ তা’য়ালা তোমার অতীত গুনাহ মাফ করে দিবেন; ফাতেমা (রা) বললেন, ইয়া রাসুলুল্লাহ! আপনার ও আপনার পরিবারবর্গের লোকদের জন্যই কি এই বিশেষ ব্যবস্থা, না নাকি সব মুসলিমদের জন্য? রাসুলুল্লাহ (সা.) বললেন, হ্যাঁ, আমাদের ও সব মুসলিমের জন্যই এ ব্যবস্থা
[বায্‌যার]

For Details click below:
 
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Tuesday, November 24, 2009

আল্লাহর কাছে কি পৌছে, কুরবানীতে !


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর কাছে কি পৌছে, কুরবানীতে !


তাদের গোশতও আল্লাহর কাছে পৌছে না,তাদের রক্তও না; কিন্তু তাঁর কাছে পৌছে যায় তোমাদের তাকওয়া



সুরা হজ্জ-৩৭


Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Monday, November 23, 2009

হজ্জের পবিত্রতা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
হজ্জের পবিত্রতা

وَعَنْهُ قالَ : سَمِعْتُ رسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَقولُ : « منْ حجَّ فَلَم يرْفُثْ ، وَلَم يفْسُقْ ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ » . متفقٌ عليه .

উন্মু সালামা (রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 


যে ব্যক্তি হজ্জ করে, তার মধ্যে অশ্লীন ও অন্যায় আচরণ করেনি, সে নিজের গুনাহ থেকে তার জন্মদিনের মত মুক্ত ও পাক-পবিত্র হয়ে ফিরে যায়
(Riyadus Salehin Hadith-1274)

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: