Sunday, December 23, 2012

রাসুল (সা)-এর কিছু উপদেশ


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা


রাসুল (সা)-এর কিছু উপদেশ

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم " لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللَّهِ إخْوَانًا، الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، وَلَا يَخْذُلُهُ، وَلَا يَكْذِبُهُ، وَلَا يَحْقِرُهُ، التَّقْوَى هَاهُنَا، وَيُشِيرُ إلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ، بِحَسْبِ امْرِئٍ مِنْ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ: دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ" .
رَوَاهُ مُسْلِمٌ [رقم:2564].
আবূ হোরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছেতিনি বলেন-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
পরস্পর হিংসা করো নাএকে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না,
পরস্পর বিদ্বেষ পোষণ করবে নাএকে অপর থেকে আলাদা হয়ে যেও না,
একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না।
 হে আল্লাহর বান্দাগণ! পরস্পর ভাই ভাই হয়ে যাও।
মুসলিম মুসলিমের ভাইসে তার উপর যুলুম করে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীনভাবে ছেড়ে দেয় না। সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমান করে না
তাকওয়া হচ্ছে- এখানেতিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন।
কোন মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যেসে আপন মুসলিম ভাইকে নীচ ও হীন মনে করে।
এক মুসলিমের রক্তসম্পদ ও মান-সম্মান অন্য মুসলিমের জন্য হারাম।
[মুসলিম: ২৫৬৪]


be Organized by Holy Islam 

O.H.I