Friday, October 23, 2009

প্রাণীর অধিকার (জীবের প্রতি দয়া)



  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
প্রাণীর অধিকার (জীবের প্রতি দয়া) 



আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,


নবীদের মধ্যে কোন এক নবীকে একটি পিঁপড়া দংশন করে. তিনি পিপীলিকার গোটা বস্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন এবং তাই করা হল; আল্লাহ তাআলা তাঁর প্রতি অহী পাঠালেন- তোমাকে একটি পিঁপড়া দংশন করেছিল আর তুমি আল্লাহর গুণগান ও প্রশংসাকারী একটি উন্মাতকেই পুড়ে ফেললে!    


 [বুখারী ও মুসলিম থেকে মিশকাতে]
এন্তেখাবে হাদীস; হাদীস নং ২৭২
 সুহাইল ইবনে হানযালা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন- যার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল. তিনি বললেন, এই নির্বাক পশুদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় কর; সুস্থ সবল অবস্থায় এর উপর আরোহণ কর এবং একে সুস্থ্য সবল থাকতেই ছেড়ে দাও.




 [আবু দাঊদ থেকে মিশকাতে]
এন্তেখাবে হাদীস; হাদীস নং ২৭৩

Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: