Sunday, June 28, 2009

মাদক মুক্ত সমাজ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মাদক মুক্ত সমাজ


আল্লাহ বলেন,


হে যারা ঈমান এনেছ, মদ ও জুয়া এবং প্রতিমাসমুহ ও ভাগ্য-নির্দেশক তীর-সমুহ একান্ত নাপাক কার্য-কলাপের অন্তর্ভুক্ত।সুতরাং তোমরা এগুলিকে বর্জন কর যেন তোমরা সফলকাম হতে পার।

শয়তান মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শুধু শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর যিকর ও সালাত হতে ফিরিয়ে রাখতে চায়। অতএব তোমরা কি নিবৃত্ত থাকবে?

সুতরাং তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর এবং সাবধান থাক। অত:পর, যদি তোমরা ফিরে যাও, তাহলে জেনে রাখ, আমাদের রাসুলের দায়িত্ব শুধু মাত্র সুপষ্টভাবে পয়গাম পৌছে দেয়া।

(আল-কুরআন;মায়েদা ৯১-৯৩)ল্লাহ বলেনঃকোন প্রাণী জানে না যে,আগামীকাল সে কি উপার্জ়ন করবে,না কেউ জানে তার মৃত্যূ


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

.

- আল্লাহ লানত বর্ষণ করেছেন মদের ওপর, মদপান কারীর ওপর, মদ পরিবেশনকারীর ওপর, মদ বিক্রেতার ওপর, মদ উৎপাদন ও শোধনকারীর ওপর, মদ উৎপাদন ও শোধনের ব্যবস্থাপকের ওপর, মদ বহনকারীর ওপর এবং মদ যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার ওপর।

-

- প্রত্যেকটি নেশাসৃষ্টিকারী জিনিস মদ এবং প্রত্যেকটি নেশাসৃষ্টিকারী জিনিস হারাম(নিষিদ্ধ)

-
যে কোন পানীয় নেশা সৃষ্টি করলে তা হারাম।

- আমি প্রত্যেকটি নেশা সৃষ্টিকারী জিনিস ব্যবহার করতে নিষেধ করছি।

- মদ-যা বুদ্ধিকে বিকৃত করে।

-
মদ নিষিদ্ধ ঘোষনার পর কেউ কেউ এসেরাসুলুল্লাহ(সা:) জিজ্ঞেস করেন, এগুলোকে (মদ) ফেলে না দিয়ে আমরা ইহুদীদের উপহার দেই না কেন? জবাবে রাসুলুল্লাহ(সাঃ) বলেন,

.

"যিনি একে নিষিদ্ধ করেছেন তিনি একে উপহার হিসেবে দিতেও নিষিদ্ধ করেছেন।"

.

কেউ কেউ এসে বলেন," আমরা মদকে সিরকায় পরিবর্তিত করে দেই না কেন?" তিনি একেও নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশ দেন:

"না,ওগুলো ঢেলে দাও।"

.

এক ব্যক্তি অত্যন্ত জোর দিয়ে জিজ্ঞেস করেন, ঔষধ হিসেবে ব্যবহারের নিশ্চয়ই অনুমতি আছে?

জবাব দেন,

"না, এটা ঔষধ নয় বরং রোগ।"

.

আর একজন অনুরোধ করেন, "হে আল্লাহর রাসুল! আমরা এমন এক এলাকা অধিবাসি যেখানে শীত খুব বেশী এবং আমাদের পরিশ্রমও অনেক বেশী করতে হয়। আমরা মদের সাহায্যে ক্লান্তি ও শীতের মোকাবিলা করি।"

.

তিনি জিজ্ঞেস করেন,

"তোমরা যা পান কর তা কি নেশার সৃষ্টি করে?"

.

লোকটি ইতিবাচক জবাব দেয়। তখন তিনি বলেন,

"তাহলে তা থেকে দুরে থাক"

.

লোকটি তবুও বলেন,

"কিন্তু এ তো আমাদের লোকেরা মানবে না।"

.

জবাব আসে

"তারা না মানলে তাদের সাথে যুদ্ধ কর।"

.

(তাফহীমুল কুরআনঃ ৩য় খন্ড)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth