Saturday, November 12, 2011

মেয়েদের ভরণপোষণকারীর মর্যাদা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মেয়েদের ভরণপোষণকারীর মর্যাদা

وعن أَنس رضي اللَّه عنه عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « مَنْ عَالَ جَارِيتَيْنِ حَتَّى تَبْلُغَا جَاءَ يَومَ القِيامَةِ أَنَا وَهُو كَهَاتَيْنِ » وَضَمَّ أَصَابِعَهُ . رواه مسلم .
 « جَارِيَتَيْنِ » أَيْ : بِنْتَيْنِ .

আনাস (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন,  রাসুলুল্লাহ (সা) বলেছেন,

কোন ব্যক্তি দুটি মেয়েকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সাহায্য করে, সে এবং আমি শেষ বিচারের দিন এভাবে হাজির হব বলে রাসুলুল্লাহ (সা) তার দু’আঙ্গুল একত্রিত করলেন.

Anas (May Allah be pleased with him) reported:
The Prophet (PBUH) said,

"Whoever supports two girls till they attain maturity, he and I will come on the Day of Resurrection like this". Messenger of Allah (PBUH) joined his fingers illustrating this.



Muslim #2631

be Organized by Holy Islam O.H.I For More Visit: