Thursday, December 31, 2009

শিক্ষা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শিক্ষা

اِنَّمَا يَخۡشَى اللّٰهَ مِنۡ عِبَادِهِ الۡعُلَمٰٓؤُاؕ اِنَّ اللّٰهَ عَزِيۡزٌ غَفُوۡرٌ
আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্নরাই তাকে ভয় করে৷ নিসন্দেহে আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল৷
[সুরা ফাতির আয়াত ২৮]
يَرۡفَعِ اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنۡكُمۡۙ وَالَّذِيۡنَ اُوۡتُوۡا الۡعِلۡمَ دَرَجٰتٍ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ
তোমাদের মধ্যে যারা ঈমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে,তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন৷ বস্তুত আল্লাহ তোমাদের কার্যলাপ সম্পর্কে অবগত৷

[সুরা মুযাদালা আয়াত ১১]
হযরত আনাস (রা) বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

প্রতিটি মুসলিম নর-নারীর উপরই ইলম অর্জন করা ফরয

[ইবনে মাজাহ]
হযরত আনাস (রা) বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

দ্বীনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয। আর অপাত্রে ইলম রাখা শুকরের কন্ঠে জওহার মোতি ও স্বর্ণের হার ঝুলানোর ন্যায়।
[ইবনে মাজাহ]
পর্ব-১
শিক্ষাব্যবস্থা নিয়ে বিস্তারিত পড়ুনঃ
  1. শিক্ষাব্যবস্থাঃ ইসলামী দৃষ্টিকোণ

  1. বাংলাদেশে ইসলামী শিক্ষানীতির রূপরেখা

  1. শিক্ষাব্যবস্থার রুপরেখা

  1. শিক্ষাব্যবস্থার ইসলামী রুপরেখা

ইসলামী বইয়ের বিশাল অনলাইন সংগ্রহশালা দেখুন
http://ohilibrary.blogspot.com/

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit: