Monday, September 28, 2009

মানুষের জীবনের লক্ষ্য-আল্লাহর সন্তুষ্টি


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মানুষের জীবনের লক্ষ্য-আল্লাহর সন্তুষ্টি 



আল্লাহ বলছেন,
আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমান সমুহকে সৃষ্টি করেছেন এবং কস্মিনকালেও আমি মুশরিকদের মধ্যে শামিল নই
(আনআম-৭৯)

বল,আমার সালাত,আমার যাবতীয় ইবাদাত,আমার জীবন ও আমার মৃত্যূ সব কিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য
(আনআম-১৬২)
অপরদিকে মানুষের মধ্যেই এমন লোক রয়েছে যে,কেবল আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যেই নিজের জীবন-প্রাণ উৎসর্গ করে,বস্তুতঃ আল্লাহ এসব বান্দাহর প্রতি খুবই অনুগ্রহশীল
     (বাকারা-২০৭)    

প্রকৃত কথা এই যে,আল্লাহ মুমিনদের কাছ হতে তাদের জীবন এবং তাদের সম্পদ জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন;তারা আল্লাহর পথে লড়াই করে,মারে ও মরে
(তওবা-১১১)

আমি জ্বিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যেই সৃষ্টি করিনি,কেবল এ জন্য সৃষ্টি করেছি যে,তারা আমার বন্দেগী করবে
(যারিয়াহ-৫৬)

সত্য কথা এই যে,যারা আমার সাক্ষাৎ লাভের আশা পোষণ করে না;আর দুনিয়ার জীবন পেয়েই সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়েছে তারা আমার আয়াত সম্পর্কে একেবারে গাফিল.
(ইউনুস-৭)
আর তাদেরকে তা ব্যতীত অন্য কোন হুকুমই দেয়া হয় নি যে,তারা নিজেদের দ্বীনকে নিজেরই জন্য খালেস করে সম্পূর্ণরুপে একনিষ্ঠ ও একমুখী হয়ে আল্লাহর দাসত্ব করবে
(বায়্যিনাহ-৫)

আল্লাহ তাদের উপর রাযী হয়েছেন,তারাও আল্লাহর উপর রাযী হয়েছে; এসব তারই জন্য,যে তার রবকে ভয় করেছে.
(বায়্যিনাহ-৮)
সে তো শুধু তার মহান রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে;অবশ্যই তিনি (তার উপর) সন্তুষ্ট হবেন.
(লাইল ২০-২১)

তবে তাদের মধ্য হতে যারা তওবা করবে ও নিজেদের কার্যাবলী ও কর্মনীতির সংশোধন করে নিবে ও আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করবে এবং একমাত্র আল্লাহর জন্যেই নিজেদের দ্বীনকে খালেস করে নিবে এ ধরণের লোক মুমিনদের সঙ্গী হবে; আল্লাহ মুমিনদের অবশ্যই বিরাট পুরস্কার দান করবেন
(নিসা-১৪৬)
Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: