Tuesday, November 25, 2008

দ্বিমুখীপনার প্রতি তিরস্কার

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দ্বিমুখীপনার প্রতি তিরস্কার


يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

এরা মানুষের কাছ থেকে নিজেদের কর্মকান্ড লুকাতে পারে,কিন্তু আল্লাহ থেকে গোপন করতে পারে না; তিনি তো ঠিক সে সময়ও তাদের সাথে থাকেন, যখন তারা রাতের অন্ধকারে গোপনে তার মর্জির পরিপন্থী পরামর্শ করতে থাকে; এদের সমস্ত কার্যকলাপ আল্লাহর আয়ত্তাধীন.


They can hide (their deeds) from men but they cannot hide (them) from Allah for He is with them even when they hold nightly counsels that are unpleasing to Allah. Allah encompasses all their doings.

[Al Quran Sura Nisa Aya no 108]



وعن أبي هُريرةًَ رضي اللَّه عَنْهُ قالَ : قالَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « تَجدُونَ النَّاسَ معادِنَ : خِيارُهُم في الجاهِليَّةِ خيارُهُم في الإسْلامِ إذا فَقُهُوا ، وتجدُونَ خِيارَ النَّاسِ في هذا الشَّأنِ أشدَّهُمْ لهُ كَراهِيةً ، وتَجدُونَ شَرَّ النَّاسِ ذا الوجْهيْنِ ، الذي يأتي هؤلاءِ بِوجْهِ وَهؤلاءِ بِوَجْهِ » متفقٌ عليه

আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত;

তিনি বলেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

তোমরা দেখবে মানুষ খনিজ সম্পদের মত; তাদের মধ্যে যারা জাহিলী যুগে উত্তম ছিল ইসলামী সমাজেও তারাই উত্তম হবে যখন তারা (দ্বীন ইসলামের) পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে;

তোমরা প্রশাসনে ঐসব লোকদের ভালো পাবে যারা সরকারী দায়িত্ব গ্রহণ করতে খুবই অপছন্দ করে;

তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে খারাপ, যে একবার এই দলের কাছে এক রুপ নিয়ে আত্নপ্রকাশ করে এবং আরেকবার অন্য এক রুপে অন্য দলের কাছে আত্নপ্রকাশ করে.


Abu Hurairah (May Allah be pleased with him) said:

The Messenger of Allah (PBUH) said,

"
People are like ores. Those who were excellent in the Days of Ignorance are excellent in Islam provided they acquire the knowledge and understanding of the religion.

You will find the best people in it (Islam) those who had a deep hatred (for leadership).

You will find the worst among the people a double-faced person who appears to some people with one face and to others with another face
.''

[Al-Bukhari and Muslim].


[Riyadus Salehin Hadith no 1540]



Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
.

be Organized by Holy Islam
O.H.I

.