Thursday, October 14, 2010

হজ্জ ও উমরার ফযীলত


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
হজ্জ ও উমরার ফযীলত

ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত,আল্লাহর রাসুল (সা) বলেনঃ

তোমরা হজ্জকে উমরাহ ও উমরাহকে হজ্জের অনুগামী কর
(অর্থাৎ হজ্জ করলে উমরাহ ও উমরাহ করলে হজ্জ কর)
কারণ, হজ্জ ও উমরাহ উভয়েই দারিদ্র ও পাপরাশিকে সেই রুপ দূরীভূত করে
যেরুপ (কামারের) হাপর লোহার ময়লাকে দূরীভূত করে ফেলে।

[সহী্হ নাসাঈ:২৪৬৭]

be Organized by Holy Islam O.H.I For More Visit: