Wednesday, April 20, 2011


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মৃত্যূকে স্মরণ

আল্লাহ বলেন,
প্রত্যেক ব্যক্তিকেই অবশেষে মরতে হবে এবং তোমরা নিজ নিজ প্রতিফল কিয়ামতের দিন পুরাপুরিভাবেই পাবে। সফল হবে সেই ব্যক্তি যে সেদিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে দাখিল করা হবে। বস্তুতঃ এ দুনিয়ার জীবন একটি প্রতারণাময় জিনিস। 
(আল-কুরআন;আল-ইমরান-১৮৫)
আল্লাহ বলেনঃকোন প্রাণী জানে না যে,আগামীকাল সে কি উপার্জ়ন করবে,না কেউ জানে তার মৃত্যূ
কোন প্রাণী জানে না যে,আগামীকাল সে কি উপার্জ়ন করবে,না কেউ জানে তার মৃত্যূ হবে কোন জমিনে।
(আল-কুরআন;লুকমান-৩৪)

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয়েকটি রেখা টানলেন,তারপর বলেনঃএটা হচ্ছে মানুষ এবং এটা তার মৃত্যূ (এর রেখা)। মানুষ এভাবে থাকা অবস্থায় নিকটবর্তী রেখা(মৃত্যূ) এসে উপস্থিত হয়। (বুখারী)
 মানুষIIমৃত্যূ

 (আনাস (রা.)থেকে বর্ণিত।রিয়াদুস সালেহীনঃ ২য় খণ্ড;অনুচ্ছেদ-৬৪;হাদীস নং ৫৭৬)

be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit: