Tuesday, July 5, 2011

পার্থিব জীবন


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা
পার্থিব জীবন

আল্লাহ বলেন,
পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমনি আমি আসমান থেকে পানি বর্ষন করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে যমীনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এল যা মানুষ ও জীব-জন্তুরা খেয়ে থাকে এমনকি যমীন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠলো আর যমীনের অধিকর্তারা ভাবতে লাগল, এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এল রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তুপাকার করে দিল যেন কাল ও এখানে কোন আবাদ ছিল না এমনিভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শণসমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে
সুরা ইউনুস ২৪
তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন তা পানির ন্যায়, যা আমি আকাশ থেকে নাযিল করি অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা-পাতা নির্গত হয়; অতঃপর তা এমন শুস্ক চুর্ণ-বিচুর্ণ হয় যে, বাতাসে উড়ে যায় আল্লাহ এ সবকিছুর উপরশক্তিমান
ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্যে উত্তম  
সুরা কাহফ ৪৫-৪৬
মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়  
সুরা ইমরান ১৪
হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে
সুরা ফাতির ৫
এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক বৈ তো কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন; যদি তারা জানত  
সুরা আঙ্কাবুত ৬৪
আল্লাহ বলেন,
তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়,যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতেপাও, এরপর তা খড়কুটা হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়

আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
পৃথিবী একটি শ্যামল সবুজ সুমিষ্ট বস্তু।
আল্লাহ এখানে তোমাদের প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন এবং তোমরা কি করছ তা দেখছেন; সুতরাং এ দুনিয়ায় (লোভ-লালসা থেকে) আত্নরক্ষা করো...    
(মুসলিম)



be Organized by Holy Islam 

O.H.I 

For More Visit: