Sunday, May 31, 2009

প্রাণীর ছবি প্রদর্শনী




السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

প্রাণীর ছবি প্রদর্শনী


আয়েশা (রা) থেকে বর্ণিত;

একবার রাসুলুল্লাহ (সা) আমার কাছে এলেন; তখন আমি একটি পর্দা টাঙিয়ে রেখেছিলাম; তার গাঁয়ে ছবি আঁকা ছিল; তার চেহারার রং বদলে গেলো;

তারপর তিনি পর্দাটি টেনে ছিঁড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য প্রদর্শন করে.

Shahi Muslim Hadith 5381

জাবের ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) ঘরের মধ্যে ছবি রাখতে মানা করেছেন এবং ছবি আঁকতেও নিষেধ করেছেন.

[তিরমিযী, পোশাক অধ্যায়]

হযরত ইবনে আব্বাস (রা) আবু তালহা আনসারী (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) বলেছেন,

ফেরেশতারা এমন কোন গৃহে প্রবেশ করে না যেখানে কুকুর পালিত থাকে এবং এমন কোন গৃহেও প্রবেশ করে না যেখানে ছবি থাকে.

Shahi Bukhari Hadith 3440

ইবনে আব্বাস (রা) খৃষ্টানদের গীর্জায় নামায পড়ে নিতেন কিন্তু এমন কোন গীর্জায় পড়তেন না যার মধ্যে ছবি থাকত।

[বুখারী, সালাত অধ্যায়]

আব্দুল্লাহ ইবনে ঊমার (রা.) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

যেসব লোক ছবি বানায় তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে;
তাদেরকে বলা হবেঃ যা তোমরা একেছ তাকে জীবন্ত কর.

রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড হাদীস-১৬৭৮




বাইবেলে রয়েছে,

যে ব্যক্তি কোন ক্ষোদিত কিংবা ছাচে ঢালা প্রতিমা, সদাপ্রভুর ঘৃণিত বস্তু, শিল্পকরের হস্তনির্মিত বস্তু নির্মাণ করে গোপণে স্থাপন করে সে অভিশপ্ত।

[দ্বিতীয় বিবরণ ২৭:১৫]

তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ কর না; উপরিস্থ স্বর্গে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নীচস্থ জলমধ্যে যা যা আছে, তাদের কোন মূর্তি নির্মাণ কর না.

[যাত্রা পুস্তক ২০:৪]

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth





Saturday, May 30, 2009

দানশীলতা



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দানশীলতা


الرابع: عن أبي هُريرةَ رضي اللَّهُ عنه قال: جاءَ رجلٌ إلى النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فقال: يا رسولَ اللَّهِ، أيُّ الصَّدقةِ أعْظمُ أجْراً ؟ قال: «أنْ تَصَدَّقَ وأنْت صحيحٌ شَحيحٌ تَخْشى الْفقرَ، وتأْمُلُ الْغنى، ولا تُمْهِلْ حتَّى إذا بلَغتِ الْحلُقُومَ. قُلت: لفُلانٍ كذا ولفلانٍ كَذَا، وقَدْ كان لفُلان » متفقٌ عليه .


Abu Hurairah (May Allah be pleased with him) reported:

There came a man to the Prophet (PBUH) and said, "O Messenger of Allah, which charity is the most reward able?''

He (PBUH) said, "That you should give charity (in a state when you are) healthy and stingy and fear poverty, hoping to become rich (charity in such a state of health and mind is the best).

And you must not defer (charity to such a length) that you are about to die and would be saying: 'This is for so-and-so, and this for so-and-so.'

Lo! It has already come into (the possession of) so-and-so".

[Al-Bukhari and Muslim].

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন


এক লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ! কোন সদকায়ে (দানে) সবচেয়ে বেশী সওয়াব?


তিনি বলেন, তুমি এমন অবস্থায় দান করবে যে তুমি সুস্থ আছ, সম্পদের প্রতি লোভী আছো, অভাব-অনটনকে ভয় করছ এবং ধনী হওয়ার আশাও করছ;


তুমি দান করার ব্যাপারে এমনভাবে কার্পন্য করো না যে, শেষে মৃত্যূর মুহুর্তে এসে যায় এবং তখন তুমি বলবে যে, এ পরিমাণ অমুকের এবং সে পরিমাণ অমুকের; অথচ অমুকের জন্য সে সম্পদ নির্ধারিত হয়েই গিয়েছে.


(বুখারী ও মুসলিম)


Riyad-Us-Saliheen Hadith No: 90


وعنه أَن رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قـال : « قال اللَّه تعالى : أنفِق يا ابْنَ آدمَ يُنْفَقْ عَلَيْكَ » متفقٌ عليه .

Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

"Allah, the Exalted, says, `Spend, O son of Adam, you will also be spent upon.''

[Al-Bukhari and Muslim].

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

মহান আল্লাহ বলেন, "হে আদম সন্তান! খরচ করো তোমার জন্যও খরচ করা হবে"


Riyad-Us-Saliheen Hadith No: 549


وعن ْ عبد اللَّهِ بن عَمْرو بن العَاصِ رضي اللَّه عنهُما أَنَّ رَجُلاً سَأَلَ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : أَيُّ الإِسلامِ خَيْرٌ ؟ قال : « تُطْعِمْ الطَّعَامَ ، وَتَقْرَأُ السَّلامَ عَلى مَنْ عَرَفْتَ وَمَنْ لم تَعْرِفْ » متفقٌ عليه


Abdullah bin `Amr bin Al-`as (May Allah be pleased with them) reported: A man asked Messenger of Allah (PBUH), "Which act in Islam is the best?'' He (PBUH) replied,

"To feed (the poor and the needy) and to greet those whom you know and those you do not know.''

[Al-Bukhari and Muslim].


এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন ইসলাম উত্তম?

তিনি বলেন,

"কাউকে তোমার আহার করানো এবং তোমার প রিচিত ও অপরিচিত সকলকে সালাম করা"


Riyad-Us-Saliheen Hadith No: 550


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth









Friday, May 29, 2009

[sb]স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য [/sb]

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য


وعن أبي هريرة رضي اللَّهُ عنه عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « لَوْ كُنْتُ آمِراً أحَداً أَنْ يسْجُدَ لأَحدٍ لأَمَرْتُ المرْأَة أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا » . رواه الترمذي وقال : حديث حسن صحيح.

Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Prophet (PBUH) said, "If I were to order anyone to prostrate himself before another, I would have ordered a woman to prostrate herself before her husband".
[At-Tirmidhi]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

আমি যদি কোন ব্যক্তিকে অন্য ব্যক্তিকে সিজদা করতে নির্দেশ দিতাম তবে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে.

(Riyadus salehin Hadith 285 Narrated by Abu Huraira)

وعن أبي هريرة رضي اللَّه عنه قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « إِذَا دعَا الرَّجُلُ امْرأَتَهُ إِلَى فِرَاشِهِ فلَمْ تَأْتِهِ فَبَات غَضْبانَ عَلَيْهَا لَعَنتهَا الملائكَةُ حَتَّى تُصْبحَ» متفقٌ عليه .

وفي روايةٍ قال رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : «والَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِن رَجُلٍ يَدْعُو امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَتَأْبَى عَلَيْهِ إِلاَّ كَانَ الَّذي في السَّماءِ سَاخِطاً عَلَيْهَا حَتَّى يَرْضَى عَنْها » .

Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said, "When a man calls his wife to his bed, and she does not respond and he (the husband) spends the night angry with her, the angels curse her until morning".
[Al-Bukhari and Muslim].

In another narration: Messenger of Allah (PBUH) said, "By Him in Whose Hand is my life, when a man calls his wife to his bed, and she does not respond, the One Who is above the heaven becomes displeased with her until he (her husband) becomes pleased with her".
[Al-Bukhari and Muslim].

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

যখন কোন লোক তার স্ত্রীকে বিছানায় ডাকে কিন্তু সে আসে না, ফলে স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, ফেরেশতাগণ তাকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ দিতে থাকে.

অপর বর্ণনায় আছে, সেই সত্তার শপথ, যার হাতে আমার জীবন! কোন ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে তা অস্বীকার করে, এ অবস্থায় তার স্বামী খুশী না হওয়া পর্যন্ত যিনি আসমানে আছেন তিনি তার প্রতি অসন্তুষ্ট থাকেন.

(Riyadus salehin Hadith 281 Narrated by Abu Huraira)

وعن ابن عمرَ رضي اللَّهُ عنهما عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « كُلُّكُمْ راعٍ، وكُلُّكُمْ مسئولٌ عنْ رعِيَّتِهِ ، والأَمِيرُ رَاعٍ ، والرَّجُلُ راعٍ علَى أَهْلِ بَيْتِهِ ، والمرْأَةُ راعِيةٌ على بيْتِ زَوْجِها وولَدِهِ ، فَكُلُّكُمْ راعٍ ، وكُلُّكُمْ مسئولٌ عنْ رعِيَّتِهِ » متفقٌ عليه .

Ibn `Umar (May Allah be pleased with them) reported: The Prophet (PBUH) said, "All of you are guardians and are responsible for your subjects. The ruler is a guardian of his subjects, the man is a guardian of his family, the woman is a guardian and is responsible for her husband's house and his offspring; and so all of you are guardians and are responsible for your subjects.''
[Al-Bukhari and Muslim].

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তোমাদের প্রত্যেকেই পাহারাদার ও রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই তার রক্ষণাবেক্ষন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে. শাসক একজন রক্ষক, পুরুষ তার পরিবারের রক্ষক, স্ত্রী তার স্বামীর ঘরের এবং সন্তানের রক্ষণাবেক্ষনকারী। কাজেই তোমাদের প্রত্যেকেই পাহারাদার এবং তোমাদের প্রত্যেকেই তা পাহারাদারি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে.

(Riyadus salehin Hadith 283 Narrated by Ibne Umar)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Sunday, May 24, 2009

স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য


وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

And among His Signs is this, that He created for you wives from among yourselves, that you may find repose in them, and He has put between you affection and mercy. Verily, in that are indeed signs for a people who reflect.

Al Qur’an Sura Nisa 19


وعن عبدِ اللَّه بنِ عمرو بن العاص رضي اللَّه عنهما أَن رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : «الدُّنْيَا مَتَاعٌ ، وَخَيْرُ مَتاعهَا المَرْأَةُ الصَّالحةُ رواه مسلم .

রাসুলুল্লাহ (সা) বলেন,

সমগ্র পৃথিবীটাই সম্পদ; আর পৃথিবীর সর্বোত্তম সম্পদ হল সৎকর্মপরায়ণা স্ত্রী

Abdullah bin `Amr bin Al-`as (May Allah be pleased with them) reported: Messenger of Allah (PBUH) said,

"The world is but a (quick passing) enjoyment; and the best enjoyment of the world is a pious and virtuous woman".

[Muslim]. Riyadus Salehin Hadith 280 Narrated by Abdullah bin `Amr bin Al-`as (R)

وعن أبي هريرة رضي اللَّه عنه ، قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « أَكْمَلُ المُؤْمنين إِيمَاناً أَحْسنُهُمْ خُلُقاً ، وَخِياركُمْ خيارُكم لِنِسَائِهِم » رواه التِّرمذي وقال : حديثٌ حسنٌ صحيحٌ .

রাসুলুল্লাহ (সা) বলেন,

যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম ঈমানের দিক দিয়ে সে-ই পরিপূর্ণ মু’মিন; তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য ভালো

Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

"The believers who show the most perfect Faith are those who have the best behaviour, and the best of you are those who are the best to their wives".

[At-Tirmidhi]. Riyadus Salehin Hadith 278 Narrated by Abu Hurairah (R)

وعن عبد اللَّه بن زَمْعَةَ رضي اللَّهُ عنه ، أَنه سمعَ النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يخْطُبُ ، يعْمِدُ أَحَدكُمْ فيجْلِدُ امْرأَتَهُ جلْد الْعَبْدِ فلَعلَّهُ يُضاجعُهَا مِنْ آخِر يومِهِ » ثُمَّ وَعَظهُمْ في متفق عليه

রাসুলুল্লাহ (সা) বলেন,

তোমাদের কেউ তার স্ত্রীকে মারতে উদ্যত হয় এবং তাকে গোলাম-বাঁদীর ন্যায় মারে; দিনের শেষে সে আবার তার সাথে শোয় (সে কত অকৃতজ্ঞ)

274. `Abdullah bin Zam`ah (May Allah be pleased with him) reported that he heard the Prophet (PBUH) giving a speech he (PBUH) made mention of women and said, "Some of you beat your wives as if they were slaves, and then lie with them at the end of the day".

[Al-Bukhari and Muslim] Riyadus Salehin Hadith 274 Narrated by Abdullah bin Zam`ah (R)

وعن أبي هريرة رضي اللَّه عنه قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِه مِنها خُلقاً رضِيَ مِنْها آخَرَ » أَوْ قَالَ : « غيْرَهُ » رواه مسلم.

.

রাসুলুল্লাহ (সা) বলেন,

কোন মু’মিন পুরুষ যেন তার স্ত্রীর প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ না করে; কেননা তার কোন একটি দিক তার কাছে খারাপ লাগলেও অন্য আরেকটি দিক তার পছন্দ হবে।

275. Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said, "A believer must not hate (his wife) believing woman; if he dislikes one of her characteristics he will be pleased with another".

[Muslim]. Riyadus Salehin Hadith 275 Narrated by Abu Hurairah (R)

وعن مُعَاويَةَ بنِ حَيْدةَ رضي اللَّه عنه قال : قلتُ : يا رسول اللَّه ما حَقُّ زَوْجَةِ أَحَدنَا عَلَيْهِ ؟ قال : « أَن تُطْعمَها إِذَا طَعِمْتَ ، وتَكْسُوهَا إِذَا اكْتَسيْتَ ولا تَضْربِ الْوَجهَ، وَلا تُقَبِّحْ ، ولا تَهْجُرْ إِلاَّ في الْبَيْتِ » حديثٌ حسنٌ رواه أَبو داود وقال : معنى « لا تُقَبِّحْ» أَى : لا تقُلْ قَبَّحَكِ اللَّه .

মু’আবিয়া ইবনে হাইদাহ(রা) থেকে বর্ণিত; তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল!

আমাদের কোন ব্যক্তির উপর তাঁর স্ত্রীর কি অধিকার রয়েছে?

· তুমি যখন আহার কর তাকেও আহার করাও

· তুমি যখন পরিধান কর তাকেও পরিধান করাও

· কখনও মুখমন্ডলে প্রহার করো না

· কখনও অশ্লীন ভাষায় গালি দিও না

· ঘরের মধ্যে ছাড়া তার থেকে বিচ্ছিন্ন হয়ো না

Mu`awiyah bin Haidah (May Allah be pleased with him) reported: I asked Messenger of Allah (PBUH): "What right can any wife demand of her husband?'' He replied, "

· You should give her food when you eat,

· clothe her when you clothe yourself,

· not strike her on the face, and

· do not revile her or

· separate from her except in the house".

[Abu Dawud]. Riyadus Salehin Hadith 277 Narrated by Mu`awiyah bin Haidah (R)

وعن سعد بن أبي وقَّاص رضي اللَّه عنه في حدِيثِهِ الطَّويلِ الذِي قَدَّمْناهُ في أَوَّل الْكِتَابِ في بَابِ النِّيَّةِ أَنَّ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال له : « وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجهَ اللَّه إلاَّ أُجِرْتَ بها حَتَّى ما تَجْعلُ في في امرأَتِكَ » متفقٌ عليه .

রাসুলুল্লাহ (সা) বলেন,

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যাই খরচ করবে তোমাকে তার প্রতিদান দেয়া হবে; এমনকি যে গ্রাসটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও।

Sa`d bin Abu Waqqas (May Allah be pleased with him) reported in a Hadith included in the chapter of Intention, that Messenger of Allah (PBUH) said, "Whatever you spend seeking thereby the Pleasure of Allah, will have its reward, even the morsel which you put in the mouth of your wife".

[Al-Bukhari and Muslim]. Riyadus Salehin Hadith 292 Narrated by Sa`d bin Abu Waqqas(R)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth