Tuesday, January 12, 2010

ছোটদের সাথে মিথ্যা বলা (ছলনা করা)




السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ছোটদের সাথে মিথ্যা বলা (ছলনা করা)

আব্দুল্লাহ ইবনে আমের (রা.) থেকে বর্ণিত;

তিনি বলেন, একদা আমার আম্মা আমাকে ডাকলেন- তখন রাসুলুল্লাহ (সা.) আমাদের বাড়ীতে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন; আম্মা বললেন, এদিকে এসো; আমি তোমাকে একটি জিনিষ দেবো; এ সময় রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি দিতে চাও? আম্মা বললেন, আমি তাকে খেজুর দিতে চাই; রাসুলুল্লাহ (সা.) বললেন,
তুমি তাকে খেজুর দেবার জন্য ডেকে এনে যদি না দিতে তা’হলে তোমার আমলনামায় একটি মিথ্যা সংরক্ষণ হয়ে যেত
 
[আবু দাঊদ] রাহে আমল হাদীস -২৫৮

be Organized by Holy Islam
O.H.I
For More Visit: