Thursday, February 25, 2010

উপরের হাত নীচের হাত থেকে উত্তম


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পরের হাত নীচের হাত থেকে উত্তম

আবু নুমান (র) ও আব্দুল্লাহ ইবন মাসলামা (র)... ইবনে ‘উমর (রা) থেকে বর্ণিত যে;
রাসুলুল্লাহ (সা) একবার মিম্বরে উপর থাকা অবস্থায় সাদকা করা ও ভিক্ষা করা থেকে বেঁচে থাকা ও ভিক্ষা করা সম্পর্কে উল্লেখ করে বলেনঃ
পরের হাত নীচের হাত থেকে উত্তম;
পরের হাত দাতার, আর নীচের হাত হলো ভিক্ষুকের।
 
বুখারী শরীফ ৩য় খন্ড হাদীস ১৩৪৫

be Organized by Holy Islam O.H.I For More Visit: