Saturday, November 22, 2008

FingerPrints






السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা








আল্লাহ বলেন,

أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ



بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ

Does man imagine that We
will not be able to bring his bones together again?Yes indeed; We have
the power to remoulds even his finger-tips.

মানুষ কি মনে করে যে, আমি কি তার হাড় সমুহকে একত্রিত করবনা? বরং তার আঙ্গুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম.




(আল কুরআন সুরা কেয়ামাহ ৩-৪)




For English click here

অমুসলিমরা প্রশ্ন করে যে, মানুষ মরে গেলে তার হাড় পৃথিবীতে বিক্ষিপ্ত ও
বিচ্ছিন্ন হয়ে যায়. ফলে কিয়ামতের দিন কিভাবে এসকল লোকদের চিহ্নিত করা
যাবে? সর্বশক্তিমান আল্লাহ বলেন তিনি কেবল তোমাদের হাড়-হাড্ডি একত্রিত করা
নয় বরং তোমাদের
আঙ্গুলের ছাপ পর্যন্ত পরিপূর্ণভাবে তৈরী করতে সক্ষম.

ব্যক্তির পরিচয় নির্ধারণের ব্যাপারে কোরআন কেন 
আঙ্গুলের ছাপ সম্পর্কে কথা বলেছে? ১৮৮০ সালে স্যার ফ্রান্সিস গোল্ট-এর গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আঙ্গুলের ছাপকে  বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে. পৃথিবীতে এমন দু'জন ব্যক্তিও নেই যাদের আঙ্গুলের ছাপ এক রকম. এমন কি দুই যমজ ভাইয়েরও না. একারণে বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদের চিহ্নিত করার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে.

আজ থেকে ১৪০০ বছর আগে কে জানত যে প্রত্যেক মানুষের
আঙ্গুলের ছাপ স্বতন্ত্র ? অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ তা জানে না.

Watch Video about Fingerprints



be Organized by Holy Islam
O.H.I
.