Thursday, September 10, 2009

রামাদানের আহবান-১৯


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
'তিকাফ (আল্লাহর স্মরণে মসজিদে অবস্থান)


 وَلاَ تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللّهِ فَلاَ تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
আল্লাহ বলেন,
 তোমরা মসজিদে ই'তিকাফরত অবস্থায় তাদের (স্ত্রীদের) সাথে সংগত হয়ো না; এগুলো আল্লাহর সীমারেখা. অতএব তোমরা এর নিকটবর্তী হয়ো না; এভাবে আল্লাহ তাঁর নিদর্শনাবলী মানব জাতির জন্য সুষ্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়া অর্জন করে
(আল কোরআন; সুরা বাকারা আয়াত নং-১৮৭)


وعنْ عائشةَ رَضِيَ اللَّه عنْها أَنَّ النَّبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كانَ يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضانَ ،حَتَّى تَوَفَّاهُ اللَّه تعالى ، ثُمَّ اعْتَكَفَ أَزواجُهُ مِنْ بعْدِهِ . متفقٌ عليه .
আয়েশা (রা.) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ(সা.) রামাদান মাসের শেষ দশকে ই'তিকাফ করতেন. তার ওফাত পর্যন্ত এই নিয়মেই ছিল; এরপর তার সহধর্মিনীগণ ই'তিকাফ করতেন.

[বুখারী ও মুসলিম]

রিয়াদুস সালেহীন হাদীস নং-১২৬৯
عنِ ابنِ عُمَرَ رَضِي اللَّه عَنْهُما قالَ كانَ رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَعتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ متفقٌ عليه
আব্দুল্লাহ ইবনে উমার (রা.) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ(সা.) রামাদানের শেষ দশদিন'তিকাফ করতেন.

[বুখারী ও মুসলিম]

রিয়াদুস সালেহীন হাদীস নং-১২৬৮
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

রামাদানের আহবান-১৮


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভুলক্রমে আহার


عَنْ أَبي هُريرةَ رَضيَ اللَّه عَنْهُ ، عَن النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قالَ : « إِذا نَسِيَ أَحَدُكُم ، فَأَكَلَ أَوْ شَرِبَ ، فَلْيتِمَّ صَوْمَهُ ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّه وَسَقَاهُ » متفقٌ عليه .
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত

রাসুলুল্লাহ (সা.) বলেছেন- 
 
সাওম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সাওম পুরণ করে নেয়, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন

রিয়াদুস সালেহীন হাদীস নং-১২৪২
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: