Sunday, December 21, 2008

জনগণের তত্ত্বাবধায়ক

السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

জনগণের তত্ত্বাবধায়ক


وعن عائشة رضي الله عنها قالت : سمعت رسول الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول في بيتي هذا : « اللهم من وَلي من أمر أُمتي شيئاً فشق عليهم فاشقق عليه ، ومن وَلِيَ من أمر أمتي شيئاً فرفق بهم فارفق به » رواه مسلم

Aishah (May Allah be pleased with her) reported:

I heard the the Messenger of Allah (PBUH) supplicating in my house:

"O Allah! Treat harshly those who rule over my Ummah with harshness, and treat gently those who rule over my Ummah with gentleness.''
[Muslim].

আইশা (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এ ঘরেই বলতে শুনেছি-

"হে আল্লাহ! যে ব্যক্তি আমার উন্মাতের কোন কাজের তত্ত্বাবধায়ক হয়, অতঃপর সে তাদের প্রতি কঠোরতা করলে তুমিও তার প্রতি কঠোরতা করো; পক্ষান্তরে যে ব্যক্তি আমার উন্মাতের কোন কাজের তত্ত্বাবধায়ক হয়, অতঃপর সে তাদের প্রতি নরম ও কোমল আচরণ করলে তুমিও তার প্রতি কোমল আচরণ করো" (মুসলিম)

Riyadus Saleheen Hadith no 655

وعن عائِذ بن عمروٍ رضي اللَّه عنه أَنَّهُ دَخَلَ على عُبيدِ اللَّهِ ابن زِيادٍ ، فقال له : أَيْ بُنَيَّ ، إني سَمِعتُ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : « إنَّ شَرَّ الرِّعاءِ الحُطَمةُ » فإيَّاكَ أن تَكُونَ مِنْهُم ، متفقٌ عليه .
Aidh bin `Amr (May Allah be pleased with him) reported:

I visited `Ubaidullah bin Ziyad and said to him: "Dear son, I heard Messenger of Allah (PBUH) saying,

"The worst of rulers are those who treat their subjects harshly. Beware, lest you should be one of them.''
[Al-Bukhari].

আয়েয ইবনে আমর (রা) থেকে বর্ণিত;


তিনি উবায়দুল্লাহ ইবনে যিয়াদের কাছে উপস্থিত হয়ে বলেন,
হে বৎস! আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ

স্বৈরাচারী শাসক সেই ব্যক্তি যে জনগণের প্রতি কঠোর ও অত্যাচারী; কাজেই তুমি সতর্ক থাকবে যেন তাদের অন্তর্ভুক্ত না হও.


Riyadus Saleheen Hadith no 657



Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.


be Organized by Holy Islam
O.H.I