Monday, July 6, 2009

মর্যাদা বাড়ে কি সে?

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মর্যাদা বাড়ে কি সে?


হযরত উবাদা বিন সামিত (রা.)থেকে বর্ণিত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের সেই কাজের কথা জানাবো না যার দ্বারা আল্লাহ তা’আলা নিজ বান্দাহদের উচ্চ মর্যাদা দান করেন?

লোকেরা বললোঃ হ্যাঁ, হে আল্লাহর রাসুল, অবশ্যি আমাদের বলুন; রাসুল(সা) বললেন,

· যে তোমার সাথে মুর্খের মতো ব্যবহার করে তুমি তার সাথে বিজ্ঞতার সাথে আচরণ করো;

· যে তোমার প্রতি যুলুম করে তুমি তাকে ক্ষমা করো;

· যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে প্রদান করো;

· যে আত্নীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো;

এসব কাজে মানুষের মর্যাদা উন্নত হয়ে থাকে

(তিরমিযী)

যাদে রাহ হাদীস ১৪২


Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth