Monday, June 29, 2009

দৃঢ়তা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দৃঢ়তা


কোন এক যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন, এমনকি সূর্য্য অস্তমিত হবার উপক্রম হলো; তখন তিনি উঠলেন এবং মুজাহিদদের উদ্দেশ্য করে এরশাদ করলেনঃ

হে লোক সকল! তোমরা শত্রুর সাথে যুদ্ধের আকাঙ্ক্ষা করো না; আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো; কিন্তু যখন শত্রুর সন্মুখীন হয়ে পড়বে তখন ধৈর্য্য ও দৃঢ়তা প্রদর্শন করো এবং এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখো যে, জান্নাত তরবারীর ছায়ার নীচে অবস্থিত;

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ করলেন,

হে আল্লাহ! কিতাব নাযিলকারী, মেঘ পরিচালনকারী এবং শত্রুদলসমুহকে পরাজয়দানকারী! তুমি শত্রুদের পরাজিত করো এবং তোমার সাহায্য দ্বারা তাদের উপর আমাদের বিজয় দান করো।

[বুখারী, মুসলিম]

এরপর আক্রমণ করা হয়, মুসলমানেরা বিজয় লাভ করে এবং শত্রু দল পরাজিত হয়

(আব্দুল্লাহ ইবনে আবী আওফা (রা.)থেকে বর্ণিত; যাদে রাহ হাদীস নং-১০২)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth