Friday, December 5, 2008

কুরবানীর জন্য যে ধরণের পশু বর্জনীয়

السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

কুরবানীর জন্য যে ধরণের পশু বর্জনীয়


Narrated Al-Bara' ibn Azib:
Ubayd ibn Firuz said: I asked al-Bara' ibn Azib:
What should be avoided in sacrificial animals?
He said: The Apostle of Allah (peace_be_upon_him) stood among us, and my fingers are smaller than his fingers, and my fingertips are smaller than his fingertips.
He said (pointing with his fingers):
Four (types of animals) should be avoided in sacrifice: A One-eyed animal which has obviously lost the sight of one eye, a sick animal which is obviously sick, a lame animal which obviously limps and an animal with a broken leg with no marrow.

উবাইদ ইবনে ফাযরুজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল-বারাআ ইবনে আযেব (রা.)-কে জিজ্ঞেস করলাম,কোন ধরণের পশু কুরবানী করা জায়েজ নয়?তিনি বললেন
রাসুলুল্লাহ (সা.) আমাদের মাঝে দাঁড়ালেন; আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলের চেয়ে ছোট ও তুচ্ছ; আমার আঙ্গুলের গিরাগুলিও তার আঙ্গুলের গিরার চেয়ে ছোট ও তুচ্ছ (সন্মানার্থে এভাবে বলা হয়েছে)
তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেনঃ
চার প্রকারের ক্রটিযুক্ত পশু কুরবানী করা জায়েজ নয়; অন্ধ- যার অন্ধত্ব সুষ্পষ্ট, রুগ্ন- যার রুগ্নতা সুষ্পষ্ট, খোঁড়া- যার খোঁড়ামী সুষ্পষ্ট, বৃদ্ধ ও দুর্বল যার হাড়ের মজ্জা নাই (শুকিয়ে গেছে);

Narrated Ali ibn AbuTalib:
The Apostle of Allah (peace_be_upon_him) enjoined upon us to pay great attention to the eye and both ears, and not to sacrifice a one-eyed animal,
and an animal with a slit which leaves something hanging at the front or back of the ear, or with a lengthwise slit with a perforation in the ear.

আলী (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের নির্দেশ দিয়েছেন; আমরা যেন (কুরবানীর পশুর) চোখ ও কান উত্তমরুপে দেখে নেই;আমরা যেন কুরবানী না করি এমন পশু দিয়ে যা কানা বা অন্ধ,
যার কান অগ্রভাগ বা শেষের অংশ কাটা; যার কান পাশের দিকে ফেঁড়ে গেছে বা গোলাকার ছিদ্র করা হয়েছে.


Narrated Ali ibn AbuTalib:
The Prophet (peace_be_upon_him) prohibited to sacrifice an animal with a slit ear and broken horn.


আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসুলুল্লাহ (সা.) কান কাটা ও শিং ভাঙ্গা পশু দিয়ে কুরবানী করতে নিষেধ করেছেন.


Sunan Abu-Dawud, Book 15:Hadith-2796,2798,2799

Bangla reading problem:If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)Then if you can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
http://files.filefront.com/vrindattf/;9049461;/fileinfo.html
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
be Organized by Holy Islam O.H.IFor More visit: http://ohioftruth.blogspot.com/