Wednesday, June 8, 2011

বৈঠকে বসার আদব


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
বৈঠকে বসার আদব


ইবনে উমার (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমাদের কোন ব্যক্তি যেন কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে না বসেবরং তোমরা জায়গা বিস্তৃত করে দাও এবং ছড়িয়ে বসো.
ইবনে উমার (রা)-র জন্য কোন ব্যক্তি নিজের জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলে তিনি তার ছেড়ে দেয়া জায়গায় বসতেন না। 
(বুখারী ও মুসলিম)রিয়াদুস সালেহীন হাদীস নং-৮২৫
হযরত জাবির বিন সামুরা (রা) থেকে বর্ণিত;

আমাদের অভ্যাস ছিলযখন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভায় উপস্থিত হতামতখন আমরা পিছনে বসতাম (আমাদের মধ্যে কেউই দেরীতে এসে মানুষকে ডিংগিয়ে ডিংগিয়ে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকাছে বসার চেষ্টা করতো না) 
যাদে রাহ হাদীস নং-৩৯৬
হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেনতোমাদের কোন ব্যক্তি যদি তার জায়গা ছেড়ে উঠে যাওয়ার পর আবার ফিরে আসে,তাহলে সেই জায়গায় বসার হক তারই সবচেয়ে বেশী 
(মুসলিম)রিয়াদুস সালেহীন হাদীস নং-৮২৬
আবু আব্দুল্লাহ সালমান ফারসী (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি জুমুআর দিন গোসল করেতার সামর্থ্য অনুযায়ী পাক-পবিত্র অর্জন করে এবং তার ঘরে মজুদ তেল মাখেখুশবু লাগায়তারপর ঘর থেকে সালাতের জন্য বের হয় এবং দুজন লোককে সরিয়ে তার মধ্যে বসে পড়ে না, তারপর সালাত আদায় করেযা আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেনঅতঃপরইমামের খুতবা পড়ার সময় চুপ করে বসে থাকেআল্লাহ তার সমস্ত গুনাহ, যা সে এক জুমুআ থেকে অপর জুমুআর মধ্যবর্তী সময়ে করেছেমাফ করে দেন।
(বুখারী)রিয়াদুস সালেহীন হাদীস নং-৮২৮
হযরত আমর ইবনে শুয়াইব (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
দুই ব্যক্তির অনুমতি ছাড়া তাদের মধ্যে ফাঁক সৃষ্টি করা হালাল নয়
রিয়াদুস সালেহীন হাদীস নং-৮২৯
হযরত আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিততিনি বলেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
বেশী বিস্তৃত ও ছড়ানো মজলিসই হচ্ছে সবচেয়ে ভালো মজলিস(সভা) (বুখারী)
রিয়াদুস সালেহীন হাদীস নং-৮৩১
হযরত হুযাইফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিততিনি বলেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে মজলিসের মাঝখানে গিয়ে বসে
 (তিরমিযী)রিয়াদুস সালেহীন হাদীস নং-৮৩০

be Organized by Holy Islam O.H.I For More Visit: