Wednesday, September 16, 2009

রামাদানের আহবান-২৫

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা
সাওম ও কুরআন বান্দাহর জন্য শাফায়াত করবে

আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সাওম কুরআন সাওম পালনকারী বান্দাহর জন্য শাফায়াত করবে, সাওম বলবে, হে আল্লাহ আমি এ ব্যক্তিকে দিনে খাবার ও অন্যান্য কামনা-বাসনা থেকে ফিরিয়ে রেখেছি; আপনি আমার সুপারিশ গ্রহণ করুন;
কুরআন বলবে, হে আল্লাহ, আমি এ ব্যক্তিকে রাতের নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি; আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন
(বায়হাকী, শুয়াবুল ঈমান)
Bangla reading problem visit:

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

রামাদানের আহবান-২৪


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

অতিরিক্ত সিয়াম


وعن مجِيبَةَ البَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عمِّها ، أَنَّهُ أَتى رَسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، ثُمَّ انطَلَقَ فَأَتَاهُ بعدَ سَنَة ، وَقَد تَغَيَّرتْ حَالهُ وَهَيْئَتُه ، فَقَالَ : يا رَسُولَ اللَّهِ أَمَا تعْرِفُنِي ؟ قَالَ : «وَمَنْ أَنتَ ؟ » قَالَ : أَنَا البَاهِلِيُّ الذي جِئتك عامَ الأَوَّلِ . قَالَ : « فَمَا غَيَّرَكَ ، وقَدْ كُنتَ حَسَنَ الهَيئةِ ؟ » قَالَ : ما أَكلتُ طعاماً منذ فَارقْتُكَ إِلاَّ بلَيْلٍ . فَقَال رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: « عَذّبْتَ نَفسَكَ ، » ثُمَّ قَالَ : « صُمْ شَهرَ الصَّبرِ ، ويوماً مِنْ كلِّ شَهر » قال : زِدْنـي ، فإِنَّ بي قوَّةً، قَالَ : « صُمْ يَوميْنِ » قال : زِدْني ، قال : « صُمْ ثلاثَةَ أَيَّامٍ » قالَ : زِدْني . قال : صُمْ مِنَ الحُرُمِ وَاتْرُكْ ، صُمْ مِنَ الحرُم وَاترُكْ ،  صُمْ مِنَ الحرُمِ وَاتْرُكُ » وقالَ بِأَصَابِعِهِ الثَّلاثِ فَضَمَّهَا ، ثُمَّ أَرْسَلَهَا . رواه أبو داود .
و « شهرُ الصَّبرِ » : رَمضانُ .
মাজবাহ আল বাহিলিয়াহ বর্ণিত,
তিনি একবার রাসুলুল্লাহ(স.)-এর কাছে যান এবং এরপর আবার একবছর পর তার কাছে যান. তার চেহারা পুরোপুরি বদলিয়ে গিয়েছিল.
তিনি রাসুলুল্লাহ(স.)-কে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
রাসুলুল্লাহ(স.) বললেন, তুমি কে?
তিনি জবাব দিলেন, 'আমি আল-বাহিলী গত বছর আপনার সাথে দেখা করেছিলাম'
রাসুলুল্লাহ(স.) বললেন, 'তুমি যথেষ্ট সুন্দর হয়েছ, কি তোমাকে এত বদলিয়ে দিল'
তিনি বললেন, 'আপনার সাথে দেখা পর, আমি রাতের বেলা ছাড়া অন্য সময় কিছু খাইনি'
রাসুলুল্লাহ(স.) বললেন, 'তুমি নিজেকে কষ্টে নিমজ্জিত করেছ. রামাদান মাসে সাওম পালন কর এবং প্রতি মাসে একটি করে সাওম পালন কর'
তিনি বললেন,'আমাকে আরও বেশী নফল সাওমের অনুমতি দিন কারণ আমার আরও বেশী করার ক্ষমতা রয়েছে'
রাসুলুল্লাহ(স.) বললেন, প্রতি মাসে দুটি করে সাওম পালন কর'
তিনি বললেন, 'আরও অনুমতি দিন'
রাসুলুল্লাহ(স.) বললেন, প্রতি মাসে তিনটি করে সাওম পালন কর'
তিনি আরও বেশি রাখার অনুমতি চাইলেন. রাসুলুল্লাহ(স.) বললেন, 'তিন দিন সাওম পালন কর আর তিন দিন ছেড়ে দাও পালাক্রমে'
রাসুলুল্লাহ(স.) কথাটি তিনবার বললেন আর তিনবারই তার তিনটি আঙ্গুল এক সাথে করলেন আবার ছেড়ে দিলেন [আবু দাঊদ]
রিয়াদুস সালেহীন ৩য় খন্ড হাদীস নং-১২৪৮
Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: