Saturday, February 6, 2010

রাত অনেক দীর্ঘ, কাজেই ঘুমাও!!!



  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
রাত অনেক দীর্ঘ, কাজেই ঘুমাও!!!


وعن أَبي هُريرَةَ ، رَضِي اللَّه عَنْهُ ، أَنَّ رسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قالَ : « يَعْقِدُ الشَّيْطَانُ عَلى قافِيةِ رَأْسِ أَحَدِكُم ، إِذا هُوَ نَامَ ، ثَلاثَ عُقدٍ ، يَضرِب عَلى كلِّ عُقدَةٍ : عَلَيْكَ ليْلٌ طَويلٌ فَارقُدْ ، فإِنْ اسْتَيْقظَ ، فَذَكَرَ اللَّه تَعَالَى انحلَّت عُقْدَةٌ ، فإِنْ توضَّأَ انحَلَّت عُقدَةٌ ، فَإِن صلَّى انحَلَّت عُقدُهُ كُلُّهَا ، فأَصبَحَ نشِيطاً طَيِّب النَّفسِ ، وَإِلاَّ أَصبح خَبِيثَ النَّفْسِ كَسْلانَ » متفقٌ عليه .
 قافِيَةُ الرَّأْسِ : آخِرُهُ .
Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (PBUH) said,
"When any one of you sleeps, Satan ties three knots at the back of his neck. He recites this incantation at every knot: `You have a long night, so sleep.' If he awakes and remembers Allah, one knot is loosened. If he performs Wudu', the (second) knot is loosened; and if he performs prayer, (all) knots are loosened. He begins his morning in a happy and refreshed mood; otherwise, he gets up in bad spirits and sluggish state.''
[Al-Bukhari and Muslim]

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) বলেছেন

“কোন ব্যক্তি ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের পিছন দিকে তিনটি গিরা লাগায়; প্রতি গিরায় সে এই মন্ত্র পড়ে ফুঁ দেয়ঃ রাত অনেক দীর্ঘ, কাজেই ঘুমাও। যদি তার চোখ খুলে যায় এবং সে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিরা খুলে যায়। এরপর যদি সে অযু করে তাহলে আর একটি গিরা খুলে যায়। এরপর যদি সে সালাত আদায় করে তৃতীয় গিরাটিও খুলে যায় এবং সকালে সে হাসি-খুশী ও তাজাদম হয়ে উঠে। অন্যথায় তার সকাল হয় মানসিক ক্লেশ ও আলস্যের মধ্য দিয়ে

রিয়াদুস সালেহীন হাদীস ১১৬৫


be Organized by Holy Islam
O.H.I