Wednesday, February 8, 2012

ভ্যালেনটাইন ডে


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ভ্যালেনটাইন ডে
মনে নেই সে দিনের কথানিশ্চয় করে। তবে ভোর হবে নিশ্চিত। তাজাশিশির স্নাতএকটি লাল গোলাপ রেখে দিল আমলের বুকের উপর। আকস্মিকতার আশ্রয়ে এভাবেই চমকে দিল নাওরা তার বান্ধবীকে। ঈষৎ স্মিত মুখে জানান দিল, ‘আজকের উপহার।’ কীসের উপহার ?
—‘আজ ভালোবাসা দিবসভ্যালেনটাইন ডেজান না বুঝি এ দিনে বিভিন্ন আয়োজন করা হয়। গিফ্ট দেয় একে অপরকে। আজ সত্যিকারপ্রকৃত ভালোবাসা দিবসভ্যালেনটাইন ডে।’ ...নাওরা ইন্টারনেটে দেখা আরো অনেক স্মৃতির কথা শোনাচ্ছে। গর্বিত কণ্ঠএকজন বিজ্ঞ পণ্ডিত। সব সময় তার থেকে শিখিঅনেক দিন পর সুযোগ মিলেছেআজ আমালকে নতুন জ্ঞান দেয়ার। আমাল নিশ্চুপকোনো প্রতিধ্বনি নেই তার মুখে। গভীর মনোযোগ দিয়ে নাওরার কথা শুনছে। তুমি জানভ্যালেনটাইন-এর অর্থ কি তৃপ্তি মেশানো কণ্ঠে নাওরার প্রশ্ন। এর অর্থ ভালোবাসা।
হেসে দিল আমাল। এ ব্যাপারেও আমাল তার চেয়ে বেশি জানতোজানতো না নাওরা। ভ্যালেনটাইন ডের অর্থউৎসপ্রভাবনানান বিষয়ে অনেক কিছুই জানে সে। যা সচরাচর অন্য মেয়েরা জানে না। সে ভর্ৎসনা করে বলল, ‘উৎসব পালন করছঅথচ সঠিক অর্থও জান না ভ্যালেনটাইনএকজন কৃশ্চিয়ানের নাম। সে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর পাদরি ছিল।‘ আমাল ঘটনার বিবরণ দিল...। বলল, ‘ভ্যালেনটাইন ডে নিখাঁদ একটি ধর্মীয় অনুষ্ঠান। একজন খ্রিস্টান পাদরিকে অমর করে রাখার নিমিত্তে তার স্মৃতিচারণ মাত্র। আমাল দুঃখ প্রকাশ করল। মেয়েদের যা শোনান হচ্ছেতা সঠিক নয়। তাদের অনুসরণ অপরিণাম দর্শিতার পরিচয়।
ভ্যালেনটাইন-ডে-র ইতিহাস :
আমাল : ক্যাথলিক বিশ্ব কোষে ভ্যালেনটাইন সম্পর্কে তিনটি ব্যাখ্যা মিলে। বিভিন্ন বইয়ে লেখা প্রসিদ্ধ ঘটনাটির স্বরূপ এই
ভ্যালেনটাইনরোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এর আমলের লোক। ১৪ ফেব্রুয়ারি ২৭০ খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় বিধান লঙ্ঘনের অভিযোগে সম্রাট তার মৃত্যুর আদেশ প্রদান করে। কীসের অভিযোগ আমাল বললসে ছিল কৃশ্চিয়ান ধর্ম প্রচারকসম্রাট ছিলেন রোমান দেব-দেবীর পূজায় বিশ্বাসী। সম্রাট এ জন্যই তাকে মৃত্যু দণ্ড দিয়েছে।
আরেকটি বর্ণনা : সম্রাট লক্ষ্য করেছেনঅবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিনতম মুহূর্তে ধৈর্যের পরিচয় বেশি  দেয়বিবাহিত যুবকদের তুলনায়। অনেক সময় তারা স্ত্রী-পুত্রের টানে যুদ্ধে যেতেও অস্বীকৃতি জানায়। তাই যুগল বন্দী তথা যে কোনো পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। সেন্ট ভেলেনটাইন এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। গোপনে তার গির্জায় পরিণয় প্রথা চালু রাখে।
এ খবর জানাজানি হলে সম্রাট তাকে জেল বন্ধী করার নির্দেশ প্রদান করে। জেলের ভেতর-ই পরিচয় ঘটে জেলার-এর এক অন্ধ মেয়ের সাথে। সে ছিল চিকিৎসক। বন্দি অবস্থাতেই চিকিৎসা করে অন্ধ মেয়ের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়বলে ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়। এভাবে ভেলেনটাইন তার প্রেমে পড়ে যায়। মৃত্যুর আগে মেয়েটিকে লেখা এক চিঠিতে সে জানায়ইতি তোমার ভ্যালেনটাইন। এর আগে-ই মেয়েটি ৪৬ জন সদস্যসহ তার কৃশ্চিয়ান ধর্মে দীক্ষিত হয়েছিল।
তৃতীয় আরেকটি বর্ণনা : গোটা ইউরোপে যখন কৃশ্চিয়ান ধর্মের জয়জয়কারতখনও ঘটা করে পালন করা হতো রোমিয় একটি কালচার। মধ্য ফেব্রুয়ারিতে গ্রামের সকল যুবকরা সমস্ত মেয়েদের নাম চিরকুটে লিখে একটি জারে বা বাক্সে জমা করত। অতঃপর ঐ বাক্স হতে প্রত্যেক যুবক একটি করে চিরকুট তুলতযার হাতে যে মেয়ের নাম বের হয়ে আসতোসে পূর্ণ বৎসর ঐ মেয়েরে প্রেমে মগ্ন থাকত। সাথে সাথেই তাকে চিঠি লিখতএ শিরোনামে, ‘প্রতিমা মাতার নামে তোমার প্রতি এ পত্র প্রেরণ করছি।’ তাদের মাঝে এ সম্পর্ক সারা বৎসর বিদ্যমান থাকত। বৎসর শেষে এ সম্পর্ক নবায়ন বা পরিবর্তন করা হতো। এ কালচারটি কতক পাদরির গোচরীভূত হলে তাদেরকে বিষয়টি ভাবিয়ে তুলে। তারা মনে করলএকে সমূলে উৎপাটন করাও অসম্ভব। তাই শুধু শিরোনামটি পাল্টে দিয়ে একে কৃশ্চিয়ান ধর্মায়ন করে দেয়া যায়। তাই নির্দেশ জারি করলএখন থেকে এ পত্রগুলো সেন্ট ভেলেনটাইন’-এর নামে প্রেরণ করতে হবে। কারণএটা কৃশ্চিয়ান নিদর্শনএভাবেই তারা ধীরে ধীরে কৃশ্চিয়ান ধর্মের সাথে সম্পৃক্ত হবে।
আরেকটি বর্ণনা : ভেলেনটাইনকে আতারিতজ্জযা রোমানদের বিশ্বাসে ব্যবসাসাহিত্যপরিকল্পনা ও দস্যুদের প্রভুজ্জ এবং জুয়াইবেতারজ্জযা রোমানদের সব চেয়ে বড় প্রভুজ্জসম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সে উত্তরে বলেএগুলো সব মানব রচিত প্রভুপ্রকৃত প্রভু হচ্ছে, ‘ঈসা মসিহ।
আমাল : দীর্ঘশ্বাস ছাড়ে! তারা যে সকল কথাবার্তা বলেএর থেকে আল্লাহ পবিত্রমহান ও অনেক ঊর্ধ্বে।
আমাল আরো বললজনৈক পাদরি বলেনআমাদের পিতা-মাতারা এমন একটি ধর্মীয় নিদর্শনের বর্তমান পরিণতি দেখে ব্যথিতবিষন্ন। যেমনকিছু কিছু কার্ডে দুটি পাখা বিশিষ্ট একটি শিশু বাচ্চারঅন্তরের চার পাশে তীর তাক করে ঘুর্ণয়মান ছবি যুক্ত করে দেয়া হচ্ছে। তুমি কি জানএটা কীসের নিদর্শন বহন করে ?’ নাওরাকে জিজ্ঞাসা করল আমাল। এ নিদর্শনটিকে রোমানদের নিকট ভালোবাসার প্রভু মনে করা হয়।
সে আরো বললভালোবাসা উদযাপন সম্পর্কীয় একটি চ্যানেলঐ নিদর্শনটির চার পাশে হৃদয়ের ছবি এঁকে মাঝে ক্রুশ চিহ্ন অঙ্কন করে দিয়েছে।
ভালবাসা দিবস উদ্যাপন করার বিধান :
আমাল এর সাথে যুক্ত হলো মাজেদাসে ইয়াহুদনাসারাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপনের বিধান সম্পর্কে অনেক কিছু জানাল। সে বলল : কিছু সমাজযেখানে প্রকৃত মহব্বত ও ভালোবাসা বিরাজিত ছিলপারিবারিক সম্পর্কে যারা ছিল নিঃস্বার্থ। ডিশ ও ইন্টারনেটের কুপ্রভাবে সে সকল মুসলিম পরিবারের কতক মেয়েরাও পাশ্চাত্য কালচার গ্রহণ করা শুরু করে দিয়েছে। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তিতে উন্নতি সাধনে সক্ষম হয়েছে এবং যারা ইসলামি সভ্যতায় ঈষৎ অভ্যস্ত। এটা মূলত মানসিক বিপর্যয়ের আলামত। সুতরাং ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিটি লোকের এ সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য। কেউ যাতে তাদের তথাকথিত সভ্যতার ধোঁকায় পতিত না হয়।
সাহাবি আবু অকেদ বলেনরসুল সা. খায়বার যাত্রায় মূর্তি পূজকদের একটি গাছ অতিক্রম করলেন। তাদের নিকট যে গাছটির নাম ছিল জাতু আনওয়াত। এর উপর তীর টানিয়ে রাখা হত। এ দেখে কতক সাহাবি রসুল সা.-কে বললহে আল্লাহর রসুলআমাদের জন্যও এমন একটি জাতু আনওয়াত’ নির্ধারণ করে দিন। রসুল সা. ক্ষোভ প্রকাশ করলেন, ‘সুবহানাল্লাহএ তো মুসা আ.-এর জাতির মত কথা। আমাদের জন্য একজন প্রভু তৈরি করে দিনতাদের প্রভুর ন্যায়।’ আমি নিশ্চিতআমি আল্লাহর শপথ করে বলছিতোমরা পূর্ববর্তীদের আচার অনুষ্ঠানের অন্ধানুকরণ করবে। (তিরমিজি- সহিহ-)
মানুষের অন্তর যদিও অনুকরণ প্রিয়তবুও মনে রাখতে হবে ইসলামি দৃষ্টিকোণ বিচারে এটি গর্হিতনিন্দিত। বিশেষ করে অনুকরণীয় বিষয় যদি হয় আক্বীদাএবাদতধর্মীয় আলামত অথবা জাতীয় কালচারআর অনুকরণীয় ব্যক্তি যদি হয় বিধর্মীবিজাতি। আফসোস! ক্রমশ মুসলমান ধর্মীয় আচারঅনুষ্ঠান ও বিশ্বাসে দুর্বল হয়ে আসছেআর বিজাতিদের অনুকরণ ক্রমান্বয়ে বেশি বেশি আরম্ভ করছে। স্বকীয়তা ও নিজস্ব কালচার বিনষ্টকারী অনেক প্রথার অনাকাক্সিক্ষত ছয়-লাব হয়ে গেছে আমাদের ভেতর। যার অন্যতম ১৪ ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবস। অথচ এ দিনটি কৃশ্চিয়ান সেন্ট/পাদরি ভ্যালেনটাইনকে অমর করে রাখার উপলক্ষ্য মাত্র। তাকে স্মরণীয় করে রাখার জন্য যে এ দিনটি পালন করবেসে নিশ্চিত ইসলাম বহির্ভূতকাফের। তাকে স্মরণীয় করার ইচ্ছা না থাকলেও সে জঘন্য অপরাধী।
ইবনে কায়্যূম রহ. বলেন, ‘কাফেরদের ধর্মীয় আচার অনুষ্ঠান উপলক্ষ্যে তাদের শুভেচ্ছা জানানো একটি কুফরি কাজ। কারো দ্বিমত নেই এতে। যেমন তাদের ধর্মীয় ঈদউৎসব ও রোজা উপলক্ষ্যে ঈদ মোবারক’, ‘শুভেচ্ছা’ ইত্যাদি বলা। এগুলো কুফরি বাক্য না হলেও ইসলামি দৃষ্টিকোণ হতে হারাম। কারণএর অর্থ হলএকজন লোক ক্রুশমূর্তি ইত্যাদিকে সেজদা করছেআর আপনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এটা একজন মদ্যপ ও হত্যাকারীকে শুভেচ্ছা জানানোর চেয়ে বেশি জঘন্যআল্লাহর অভিসম্পাদের বড় কারণ। বক ধার্মিক অনেক লোক অবচেতন ভাবেই এ সকল অপরাধে জড়িয়ে পড়ছেঅথচ তারা জানেও নাকত বড় অপরাধ তারা করে যাচ্ছে। বেদআতআর কুফরে লিপ্ত ব্যক্তিদের শুভেচ্ছা জানাচ্ছেধন্যবাদ দিচ্ছে। এভাবেই আল্লাহর গোস্বা আর শাস্তিতে নিপতিত হচ্ছে।
আমাল : মাজেদাইসলামের ভেতর একটি বিধান আছে, ‘মুসলমানদের সাথে সম্পর্ক উন্নয়ন ও কাফেরদের সাথে সম্পর্ক ছেদন’ এর সাথে তার ভূমিকা কি ?
মাজেদা : আমাদের পথিকৃৎ সাহাবানেককার পূর্ব পুরুষদের এটি একটি বৈশিষ্ট্য। তারা মোমিনদের সাথে সম্পর্ক কায়েম করতেনকাফেরদের সাথে সম্পর্ক ছেদন করতেন। সুতরাং যারাই বিশ্বাস করে, ‘আল্লাহ একতিনি ছাড়া কোনো প্রভু নেইমুহাম্মদ তার রসুল।’ তাদের উচিত ও কর্তব্যমুসলমানদের মুহব্বত করাকাফেরদের ঘৃণা করাতাদের সাথে বৈরিভাব পোষণ করাতাদের আচার অনুষ্ঠান প্রত্যাখ্যান করা। এতেই আমরা নিরাপদএখানেই আমাদের কল্যাণঅন্যথায় সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপরুন্তমুসলমানদের অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করলে যেমন মুসলমানগণ খুশি হনতাদের অন্তর সমূহ প্রফুল্ল বোধ করে। তদ্রুপ কাফেরদের সাথে একাত্মতা ঘোষণা করলে তারা খুশি হয়তাদের সাথে ঋদ্ধতা বাড়ে। অথচ আল্লাহ তাআলা বলেন, ‘ও ইমানদারগণতোমরা কৃশ্চিয়ানইহুদিদের বন্ধু হিসেবে গ্রহণ কর না। তারা একে অপরের বন্ধু। যে তাদের সাথে মিশে গেলসে অবাধ্যতাদেরই একজন। আল্লাহ অবাধ্যদের সৎ পথ দেখান না।’ (আল-মায়েদা : ১৫) আল্লাহ রসুল সা.কে লক্ষ্য করে বলছেন, ‘আল্লাহকে বিশ্বাস করেকেয়ামতের দিন বিশ্বাস করেএমন কোনো জাতিকে আপনি তার সাথে বন্ধুত্ব করতে দেখবেন নাযে আল্লাহ এবং তার রসুলের সাথে শত্রতা পোষণ করে।’ (আল-মুজাদালা : ২২) আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমাদের আল্লাহ এবং তার রসুলের উপর ইমান থাকেতবে তাদের ব্যাপারে আল্লাহর বিধানের বাইরে তোমরা কোনো করুণা দেখাবে না।’ (আন-নুর : ২)
তাদের সাথে সামঞ্জস্যের মারাত্মক দিক হলএর দ্বারা তাদের অনুষ্ঠান প্রচার লাভ করেপ্রাধান্য বিস্তার করে অন্য সব অনুষ্ঠানের উপর। এর দ্বারাই রসুলের সুন্নত মিটেবেদআতের প্রসার ঘটে। তাদের সংখ্যা বৃদ্ধি পায়। অথচ আমরা প্রতি রাকাতে পড়ি, ‘আমাদের সৎ পথ দেখানযাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথঅভিশপ্ত ও বিভ্রান্তাদের পথ নয়।’ (আল-ফাতেহা : ৬-৭) আমরা কীভাবে এ কথাগুলো বলছিঅথচ স্বেচ্ছায় তাদের অনুকরণ করছি।
আমার কোনো বোন হয়তো বলবেআমরা তাদের আক্বীদা বিশ্বাস গ্রহণ করি নাশুধু আপোশ মহব্বতভালোবাসা তৈরি করার নিমিত্তে এ দিনটি ব্যবহার করি। এটাও এক ধরনের ভ্রান্ত ধারণা।  আমাল এর বক্তব্যে এ সম্পর্কে আমরা অবগত হয়েছিসে আরো জানিয়েছেকীভাবে এক জন অপরিচিত মেয়ে একজন অপরিচিত ছেলের সাথে মাত্র একটি ফুল বিনিময় করে এ দিনটি উদ্যাপন করে। একজন সতী-সাধি পবিত্র মুসলিম নারী মানুষের এ ধরনের নোংরামির সাথে কখনো জড়িত হতে পারে না।
এ দিনটি উদ্যাপন কোনো স্বভাব সিদ্ধ ও স্বাভাবিক ব্যাপার নয়। বরং একজন ছেলেকে একজন মেয়ের সাথে সম্পর্ক জুড়ে দেয়ার পাশ্চাত্য কালচার আমদানিকরণ। আমরা সকলে জানিতারা সমাজকে চারিত্রিক পদস্খলন ও বিপর্যয় হতে রক্ষা করার জন্য কোনো নিয়মনীতির ধার দ্বারে নয়। যার কুৎসিত চেহারা আজ আমাদের সামনে স্পষ্ট। আল্লাহর মেহের বাণীতে তাদের কালচারের বিপরীতে আমাদের অনেক আচার-অনুষ্ঠান রয়েছে। আমাদের নিকট মার আসন অন্য যে কোনো জাতির দৃষ্টি হতে অনেক ঊর্ধ্বে। যে কোনো সময় তাকে উপহার উপঢৌকন দিতে পারি। তদ্রুপপিতাভাই-বোনস্ত্রী-পরিজনদেরকেও। তবে তাদের সাথে এর বিনিময় করব অন্য কোন দিন।
উপহার দেয়া ভালএর দ্বারা পরস্পর মহব্বত সৃষ্টি হয়। কিন্তুএর সাথে কৃশ্চিয়ান কালচারপাশ্চাত্য সভ্যতার মিশেলমূলত তাদের সভ্যতা ও জীবন পদ্ধতির আমদানি।
মাজেদা : অবশ্য কতক ব্যবসায়ী অন্য আরেকটি কারণে এ দিনটি পেয়ে খুশি হন। তাদের ব্যবসা রমরমা ও জমাট হয়। প্রচুর পরিমাণ ফুল বিক্রি হয়। অসংখ্য কার্ড সেল হয়। যেহেতু তাদের সাথে সামঞ্জস্য বৈধ নয়তাই তাদের কর্মে উৎসাহউদ্দীপনার সৃষ্টি করেতাদের অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করেএমন কাজও করতে নেই।
নাওরা অনুশোচনায় মুহ্যমান। হাত প্রসারিত করে ফুলটি সরিয়ে নিচ্ছে। অনুতপ্ত ও কৃতজ্ঞ কণ্ঠে বললএ উপদেশটিই আমার প্রয়োজন ছিল। এর দ্বারা আমি দৃষ্টি ফিরে পেয়েছিকল্যাণের পথ চিনেছিআল্লাহর জন্য মহব্বত ও ভালোবাসা শিখেছি। ও আল্লাহ আমাদের সে সব লোকের অন্তর্ভুক্ত করযাদের ব্যাপারে তুমি বলেছো—‘যারা আমার জন্য পরস্পর মহব্বত করেপরস্পর দেখা-সাক্ষাৎ করেপরস্পর উপহার বিনিময় করেতাদের জন্য আমার মহব্বত অবধারিত।
আল্লাহ তুমি আমাদের জীবনকে প্রকৃত মহব্বত ও ভ্রাতৃত্ব বন্ধন দিয়ে কানায় কানায় পূর্ণ করে দাও। যা আমাদেরকে আসমান-জমিনসম প্রশস্ত জান্নাতে প্রবেশ করতে সহায়তা করবে। আমাদের স্বতন্ত্র ও ব্যক্তিত্ব তুমি হেফাজত কর। মুসলমানদের সংশোধন সুনিশ্চিত কর।
শাইখ উসাইমিন রহ. এর একটি ফতওয়া। ০৫/১১/১৪২০ হি.
প্রশ্ন : শেষ জমানায় এসে ভালোবাসা দিবসটি ব্যাপক প্রচার লাভ করেছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের ভেতর। এটি মূলত কৃশ্চিয়ানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। এ দিনে জামাজুতো লাল রঙ্গের পরিধান করা হয়। পরস্পর লাল গোলাপ বিনিময় হয়। আপনার নিকট জানতে চাচ্ছিএ ধরনের অনুষ্ঠান পালন করার বিধান কি এ সকল ক্ষেত্রে মুসলমানদের জন্য আপনাদের পরামর্শ কি?
উত্তর : প্রথমত : এটি নতুন আবিষ্কৃত (বেদআত) একটি ঈদইসলামি শরিয়তে এর কোনো ভিত্তি নেই।
দ্বিতীয়ত : এ সকল আচার অনুষ্ঠান অন্তর কলুষিত করে দেয়। এ ধরনের অনুষ্ঠান উদ্যাপন আমাদের পথিকৃৎ পুবসূরিদের নীতি ও আদর্শ বিরোধী। সুতরাং এ দিন তাদের উৎসব অনুষ্ঠানের কোন কিছু গ্রহণ করা বৈধ নয়। পানাহারপরিচ্ছদউপহার সামগ্রী কিংবা অন্য যে কোনো জিনিসে। মুসলমানদের উচিতস্বীয় ধর্ম ও কালচারের ব্যাপারে তৃপ্ত ও সন্তুষ্ট থাকা। অন্য ধর্মের কোনো ব্যক্তির অনুসরণ না করা। আল্লাহ! তুমি প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফেৎনা হতে মুসলমানদের হেফাজত কর। তাদের তওফিক দান কর। তুমিই সকল মুসলিমের অভিভাবক।
Collected from: http://www.islamhouse.com/


be Organized by Holy Islam 

O.H.I 

For More Visit:




Dewanbag:a person commit Shirk in Tawheed al Asma was Sifaat


Dewanbag:a person commit Shirk in Tawheed al Asma was Sifaat

In Dhaka, Bangladesh where I live there is a person named Sufi Samrat Hazrat Mahbub-E-Khoda Dewanbagi who claim himself a reformer of Islam, introduce a new Tarika (System) called “Muhammadi Islam”.

There are so many proofs that he leads Muslims to commit shirk. Below some of them are mentions and trying to justify them with Qur’an & Hadith.

1.    In his book Ezider chokrante Muhammadi Islam(Mean Muhammadi Islam in conspiracy of Yazeed) he wrote: “Some illiterate used to say without knowledge that ’ All things of the earth is belongs to ALLAH’ “[1]

But Allah say in Quran,
ٱللَّهُ لَآ إِلَهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَوَتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ
Allah! There is no god but Him: the Living, the Eternal. He neither slumbers nor sleeps. To Him belongs all that is in the Heavens and the Earth.” [Sura Bakara(2): 255]

يَٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا۟ خَيْرًۭا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَوَتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا

O mankind! The Rasool has brought you the Truth from your Rabb, so believe in it, it is for your own benefit. If you disbelieve, then you should know that to Allah belongs all that is in the heavens and in the earth. Allah is the Knowledgeable, Wise. [Sura Nisa (4): 255]

2.    Dewanbag wrote:”He who only practices Sharia they are all going to hell.”[2]
“You do not get right path by only practices Sharia.”[3]
Salvation is possible through the great men selected by Allah, not only by following scriptures.”[4]

But Allah say in Quran,
ثُمَّ جَعَلۡنٰكَ عَلٰى شَرِيۡعَةٍ مِّنَ الۡاَمۡرِ فَاتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ اَهۡوَآءَ الَّذِيۡنَ لَا يَعۡلَمُوۡنَ
O Prophet, We have put you on the Right Way (Shari'ah) concerning the religion, so follow it, and do not yield to the desires of ignorant people; [Sura Jariyha 45: 18]

3.    Dewanbag wrote: “Earth don’t stand still only for one moment without the help of patriot Wali of Allah[5]

Where Allah Says Quran
اِنَّ اللّٰهَ يُمۡسِكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ اَنۡ تَزُوۡلَا‌ۚ وَلَٮِٕنۡ زَالَتَاۤ اِنۡ اَمۡسَكَهُمَا مِنۡ اَحَدٍ مِّنۡۢ بَعۡدِهؕ اِنَّهٗ كَانَ حَلِيۡمًا غَفُوۡرًا
It is Allah Who keeps the heavens and the earth from slipping out of their places. Should they ever slip, none can hold them back besides Him; certainly, He is Most Forbearing, Oft-Forgiving. [Sura Fatir35: 41]

قُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا۟ ۖ لَهُۥ غَيْبُ ٱلسَّمَوَتِ وَٱلْأَرْضِ ۖ أَبْصِرْ بِهِۦ وَأَسْمِعْ ۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّۢ وَلَا يُشْرِكُ فِى حُكْمِهِۦٓ أَحَدًۭا

O Prophet, say: "Allah knows best how long they stayed; He is the One Who knows the secrets of the heavens and the earth; sharp is His sight and keen His hearing! They have no protector besides Him and He does not let anyone share in His command. Kahf 18: 26

4.    Dewanbag wrote:Attaining nearness to Allah and His Rasul (Sm) is possible through loving Murshid (Spiritual Guide).[6]

Another place he said:Every Ummat-E-Muhammadi can meet with Allah by learning qalbi knowledge (knowledge that derives from heart)[7]

All people throughout the whole world had an idea that deedar (sight) of Allah the Magnificent is not possible. However Sufi Samrat, in the light of the holy Qur’an and the Hadith, has proved that Allah can be seen through devoted practice of Elm-e-Tasauf or the science of knowing Allah. Hazrat Rasul (Sm) had seen Allah during Meraj (the flight to meet almighty Allah). In the age of Belayet, (current age - the age after prophet hood) the greatest Imam Hazrat Abu Hanifa (Rh) and a large number of Wali-Allah have seen Allah Ta'ala in dream or morakaba (meditation).

Therefore, it is possible for mankind to attain deedar of Allah by practicing Elm-e-Tasauf, having in touch with a real Wali-Allah.
[8]

Whether Allah Says in Quran

قُلْ إِنَّمَآ أَنَا۠ بَشَرٌۭ مِّثْلُكُمْ يُوحَىٰٓ إِلَىَّ أَنَّمَآ إِلَهُكُمْ إِلَهٌۭ وَحِدٌۭ ۖ فَمَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ رَبِّهِۦ فَلْيَعْمَلْ عَمَلًۭا صَلِحًۭا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدًۢا
O Muhammad, tell them: "I am but a human being like you; the revelation is sent to me to declare that your God is One God; therefore, whoever hopes to meet his Rabb, let him do good deeds and join no other deity in the worship of his Rabb." Kahf 18: 110

فَلَا تَضْرِبُوا۟ لِلَّهِ ٱلْأَمْثَالَ ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

Invent not similitudes for Allah: for Allah knoweth and ye know not. [Sura Nahl 16:74]

لَّا تُدْرِكُهُ ٱلْأَبْصَرُ وَهُوَ يُدْرِكُ ٱلْأَبْصَرَ ۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ

No vision can grasp Him but His grasp is over all vision: He is above all comprehension yet is acquainted with all things. [Sura Al-An’am 6:103]

Therefore, it is proof that no one in this earth can see Allah. Musa (A) wanted to see Allah but he could not saw him.

وَلَمَّا جَآءَ مُوۡسٰى لِمِيۡقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗۙ قَالَ رَبِّ اَرِنِىۡۤ اَنۡظُرۡ اِلَيۡكَ‌ؕ قَالَ لَنۡ تَرٰٮنِىۡ وَلٰكِنِ انْظُرۡ اِلَى الۡجَبَلِ فَاِنِ اسۡتَقَرَّ مَكَانَهٗ فَسَوۡفَ تَرٰٮنِىۡ‌ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلۡجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوۡسٰى صَعِقًا‌ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبۡحٰنَكَ تُبۡتُ اِلَيۡكَ وَاَنَا۟ اَوَّلُ الۡمُؤۡمِنِيۡن

When Moses came to the place appointed by Us and his Lord addressed him He said: "O my Lord! show (Thyself) to me that I may look upon thee." Allah said: "by no means canst thou see Me (direct); but look upon the mount; if it abide in its place then shalt thou see Me." When his Lord manifested his glory on the mount He made it as dust and Moses fell down in a swoon. When he recovered his senses he said: "Glory be to Thee! to thee I turn in repentance and I am the first to believe." [Sura Al-Araf 7:143]

5.    If you can love Awlia-E-Keram, it will be better than Akber-E-Hajj and yields better result.[9]

There are different of opinion of Islamic scholar about hajj-e –akbar (Big Hajj). Some scholar says the day of 'UDHUIYA' (QURBANI) is hajj-e –akbar. Some also said the day of arafah is hajj-e –akbar. Some say the main hajj is hajj-e –akbar & Umra is hajj-e –asgar (Small Hajj). But none of them said that love of Awlia-e-keram(representatives of Allah) is better than Hajj-e-Akbar or Akber-E-Hajj. So clearly, it is innovation of Dewanbag.



Here is the so-called Sufi Samrat Hazrat Mahbub-E-Khoda Dewanbagi. It is his dargah(place). Here two of Dewanbag Murid(called them self Awlade Rasul) touch his foot like worship Allah.



Why he need to use mobile? However, he often say that Allah himself come to him. Whenever he intends to talk with others by his Elm-E-Marifat (spiritual knowledge) power, he can easily talk with them!!!

6.    Dewanbag write:…if He (Allah) had not created him (Muammad(Sm)), He would not have created anything? [10]

On the other hand, Allah says,
هُوَ الَّذِىۡ خَلَقَ لَكُمۡ مَّا فِىۡ الۡاَرۡضِ جَمِيۡعًا
It is He Who has created for you all that there is in the earth [Sura Bakara 2:29]

وَاِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلٰٓٮِٕكَةِ اِنِّىۡ جَاعِلٌ فِىۡ الۡاَرۡضِ خَلِيۡفَةً‌ؕ
Note that occasion, when your Rabb said to the angels: I am going to place a vicegerent on earth. [Sura Bakara 2:30]

الَّذِىۡ جَعَلَ لَكُمُ الۡاَرۡضَ مَهۡدًا وَّسَلَكَ لَكُمۡ فِيۡهَا سُبُلاً
He is the One Who has made the earth a cradle for you, traced the roads on it for you to walk on. [Sura Ta-ha 20:53]

وَهُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٓئِفَ ٱلْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍۢ دَرَجَتٍۢ لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۗ

He is the One Who has made you the inheritors of the earth and raised some of you in ranks over others so that He may test you in what He has given you. [Sura An’am 6:165]
Therefore, it is clearly proof that, ALLAH created the earth for Humankind not for only Rasul(S).

7.    Only Awlia-E-Keram know how can we achieve Allah’s satisfaction by ibadah, Because they are nominated by Allah[11]

Awlia-E-Keram teach people the system of attaining nearness to Allah and Hazrat Rasul (Sm).[12]

Without Awlia-E-Keram, none can learn real teachings of Islam in the light of holy Quran and Hadith.[13]

But In Holy Qur’an Allah Says,

الۡيَوۡمَ اَكۡمَلۡتُ لَكُمۡ دِيۡنَكُمۡ وَاَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِىۡ وَرَضِيۡتُ لَكُمُ الۡاِسۡلَامَ دِيۡنًا‌ؕ
Today I have perfected your religion for you, completed my favor upon you and approved Al-Islam as a Deen (way of life for you). [Sura Al-Maida 5:3]
مَا فَرَّطۡنَا فِىۡ الۡكِتٰبِ مِنۡ شَىۡءٍ‌ؕ
We have not left out anything from the Book [Sura Al-An’am 6:38]

Without knowing the ibadah to achieve ALLAH’s Satisfaction, How did Allah announced that he perfected our religion? Again, Allah says that, he does not leave anything in Qur’an. So why muslim go to so-called Awlia keram to get real teaching of Islam. Allah does not tell a lie. Is it justified to say that al quran and hadith are not perfect? Nauzubillah. 

يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوۡا مِمَّا فِىۡ الۡاَرۡضِ حَلٰلاً طَيِّبًاوَّلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّيۡطٰنِؕ اِنَّهٗ لَكُمۡ عَدُوٌّ مُّبِيۡنٌ

O Mankind! Eat of what is lawful and clean on the earth and do not follow the footsteps of Shaitan, surely he is your open enemy. [Sura Al-Bakara 2:168]

8.    He used to say that Muhammad(Sm) was not a human being, he was created by Noor (Light). He quoted from a book named sirrul asrar and wrote that ”First of all Allah has created my Noor, I am from the noor of Allah and all other creations are from my Noor”  [14]

It is completely against Qur’an and sunnah’s view.

هَلۡ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُكُمۡ
Is this man (Muhammad) not a human being like yourselves? [Sura Al-Anbiyaa 21:3]

قُلۡ سُبۡحَانَ رَبِّىۡ هَلۡ كُنۡتُ اِلَّا بَشَرًا رَّسُوۡلاً

O Muhammad, tell them: "Glory be to my Rabb! Have I ever claimed to be anything more than a human Rasool?" [Sura Bani Israel 17:93]

مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُكُمۡۙ يَاۡكُلُ مِمَّا تَاۡكُلُوۡنَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُوۡنَ

(But the chiefs of his people) - "This person is but a human like you; he eats of what you eat and drinks of what you drink. [Sura Muminun 23:34]

In Hadith we find that,
Raafiibn Khadeej reported that Allaahs Messenger (r) came to Madeenah and found the people grafting their date-palm trees. He asked them what they were doing and they informed him that they were artificiallypollinating the trees. He then said, Perhaps it would be better if you did not dothat,When they abandoned the practise, the yield of the date-palms became less.So they informed him and he said, I am a human being. So when I tell you to dosomething pertaining to the religion, accept it, but when I tell you something frommy personal opinion, keep in mind that I am a human being. Anas reported that he added, You have better knowledge (of technical skills) in the affairs of this world. [15]


I think all of this evidence is sufficient to proof that, Mr Dewanbag conveys Bangladeshi community to commit shirik.

K.M.Mukitur Rahman Adnan


[1] The Revivor of Muhammadi Islam, Sufi Samrat Hazrat Mahbub-E-Khoda Dewanbagi (Maddazilluhul Ali) Hujur Qibla was sent by Allah the Magnificent to maintain the eternal continuity of guidance to uphold the great ideals and teachings of Hazrat Rasul (Sm) or “Muhammadi Islam” to the people of this age as the beacon light of peace and freedom.Through the spiritual knowledge and expression of high regard for the Great Prophet Hazrat Rasul (Sm), He has uncovered the hidden truth about the Great Prophet (Sm) with the light of the Holy Qur'an and the Hadith.(from his official website)

[2] Ezider chokrante Muhammadi Islam (page 62)
[3] Ezider chokrante Muhammadi Islam (page 222)

[5] Ezider chokrante Muhammadi Islam(page 240)
[6] From official website From dewanbag official website http://www.dewanbagsharif.org/ & http://www.dewanbaghsharif.com/ & Ezider chokrante Muhammadi Islam(page 219)
[8] Sufi Samrat Uncovers Hidden Truth of Great Prophet Was Muhammad(Sm) Really poor?: [Pulished by Sufi Foundation Bangladesh; Babe Rahmat Building (1st Floor) 147 Armabag, Motijheel, Dhaka-1000] page 30 & From dewanbag official website
[9]From official website From dewanbag official website http://www.dewanbagsharif.org/ & http://www.dewanbaghsharif.com/
[10] Sufi Samrat Uncovers Hidden Truth of Great Prophet Was Muhammad(Sm) Really poor?: [Pulished by Sufi Foundation Bangladesh; Babe Rahmat Building (1st Floor) 147 Armabag, Motijheel, Dhaka-1000] page 37

[11] Ezider chokrante Muhammadi Islam(page 184)

[12]From official website From dewanbag official website http://www.dewanbagsharif.org/ & http://www.dewanbaghsharif.com/
[13] From official website From dewanbag official website http://www.dewanbagsharif.org/ & http://www.dewanbaghsharif.com/
[14] Sufi Samrat Uncovers Hidden Truth of Great Prophet Was Muhammad(Sm) Really poor?: [Pulished by Sufi Foundation Bangladesh; Babe Rahmat Building (1st Floor) 147 Armabag, Motijheel, Dhaka-1000] chapter 5: Glory of Qiam in Milad page 83
[15] Sahih Muslim (English Trans.), vol.4, p.1259, no.5831-2