Sunday, September 6, 2009

রামাদানের আহবান-১২

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

রমযান মাসের কতিপয় বৈশিষ্ট্য


রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

  • রমজান এমন একটি মাস যে, এর প্রথম ১০ দিন রহমতের ঝর্ণা ধারায় পরিপূর্ণ (রহমত), দ্বিতীয় ১০ দিন ক্ষমা ও মার্জনার জন্য সুনির্দিষ্ট (মাগফিরাত) এবং শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তি ও নিস্কৃতি (নাজাত) লাভের উপায়রুপে নির্ধারিত;

আর যে ব্যক্তি এ মাসে নিজের অধিনস্ত লোকদের শ্রম ও মেহনত হ্রাস করে দিবে, আল্লাহ তাকে ক্ষমা প্রদর্শন করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন (মিশকাত)

  • এ এমন একটি মাস যে মাসে মু'মিনদের রুযি বৃদ্ধি করা হয় (মিশকাত)
  • রমযান মাসে যদি কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আপন ইচ্ছায় কোন নফল (অতিরিক্ত) ইবাদাত করবে সে অন্যান্য মাসের ফরয ইবাদাতের সওয়াব পাবে; আর যে একটি ফরয আদায় করবে সে অন্যান্য মাসের সত্তরটি ফরযের সমান সওয়াবের হকদার হবে. (মিশকাত)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth